আশুলিয়ায় বাস চাপায় শ্রমিক নিহত
সাভার প্রতিনিধি
প্রকাশিত : ০৪:৩৬ পিএম, ২৯ মে ২০১৯ বুধবার | আপডেট: ০৫:২৩ পিএম, ২৯ মে ২০১৯ বুধবার
রাজধানী ঢাকার উপকন্ঠ শিল্পাঞ্চল আশুলিয়ায় বাসের চাকায় পিষ্ট হয়ে এক পোশাক শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ শ্রমিকরা বাসটি ভাংচুর করে আগুন ধরিয়ে দেয়। এতে প্রায় আধা ঘন্টা যান চলাচল বন্ধ থাকে।
বুধবার দুপুরের খাবার বিরতির সময় বাইপাইল-আবদুল্লাহপুর মহাসড়কের জিরাবো বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল বাসটির আগুন নেভাতে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
নিহত নূর আলম (৩০) দিনাজপুর জেলার পার্বতীপুর থানা কৈফতি গ্রামের মকবুল হোসেনের ছেলে। সে ঘোষবাগ এলাকায় ভাড়া বাড়িতে থেকে জিরাবো এলাকার ম্যাগপাই গার্মেন্টসে অপারেটর হিসেবে কাজ করতো।
পুলিশ জানান, মহাসড়কের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় মোহনা পরিবহনের একটি বাস অন্য বাসকে ওভারটেক করতে গিয়ে নুরে আলমকে চাপা দেয়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় নারী ও শিশু হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত. ঘোষণা করেন। পরে খবর পেয়ে বিক্ষুব্ধ শ্রমিকরা রাস্তায় নেমে আসে। পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পাশাপাশি ঘাতক চালককে আটকের চেষ্টা চলছে ও ক্ষতিগ্রস্থ বাসটি সরিয়ে নেওয়া হয়েছে।
কেআই/