ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১২ ১৪৩১

পদত্যাগ নিয়ে অনড় রাহুল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৫:৪৮ পিএম, ২৯ মে ২০১৯ বুধবার

কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী পদ ছাড়ার ব্যাপারে এখনও অনড় রয়েছেন। একই সঙ্গে মা সোনিয়া গান্ধী এবং বোন প্রিয়াঙ্কা গান্ধীও সভাপতির দায়িত্বে আসবেন না বলে জানিয়ে দিয়েছেন তিনি। এ জন্য আবারও কার্যনির্বাহী কমিটির বৈঠক ডাকা হতে পারে বলে জানা গেছে। আর আগামী সপ্তাহেই এই বৈঠক হতে পারে।

দলীয় সূত্রে জানা গেছে, রাহুল একাধিকবার স্পষ্ট করে দিয়েছেন যে তিনি সভাপতির দায়িত্ব পালন করবেন না। তবে তিনি দলের অন্য দায়িত্ব পালন করবেন। তিনি স্পষ্ট করে বলেন, গান্ধী-নেহরু পরিবার থেকেই যে সভাপতি করতে হবে এমন কোনও মানে নেই।

এ জন্য নতুন কাউকে সভাপতি করা হবে, নাকি রাহুলকেই পদে থেকে যেতে অনুরোধ করা হবে, তা নিয়ে সিদ্ধান্ত নিতেই নতুন করে বৈঠক হবে।

কংগ্রেসের এই সর্বোচ্চ নীতি নির্ধারক কমিটি লোকসভা নির্বাচনের বিপর্যয়ের পর গত শনিবার প্রথম বৈঠকে বসে। কার্যনির্বাহী কমিটির সেই বৈঠকে ইস্তফা দিতে চান রাহুল। তবে তা সর্বসম্মতিতে খারিজ হয়ে যায়।

এদিকে কংগ্রেসের প্রবীণ নেতা শশী থারুর বলেছেন, রাহুল এই হারকে ব্যক্তিগতভাবে নিচ্ছেন বলে দায়িত্ব ছাড়তে চাইছেন। এতে তার নিজের বা কংগ্রেসের ভালো হবে না।

অপরদিকে সোমবার কংগ্রেসের দুই প্রবীণ নেতা আহমেদ প্যাটেল এবং কে কে বেনুগোপালের সঙ্গে বৈঠক করেছেন রাহুল। সেখানে তিনি বলেছেন তার বিকল্প খোঁজার কাজ শুরু হোক। মানে তিনি ছেড়ে দিলে কাকে সভাপতি করা হবে তা নিয়ে আলোচনা শুরু করুক কংগ্রেস। যদিও পরে টুইট করে সেই বক্তব্য খারিজ করেছেন সোনিয়া গান্ধীর রাজনৈতিক সচিব তথা রাজ্যসভার সাংসদ আহমেদ প্যাটেল।

তিনি বলেছেন, কংগ্রেস সভাপতির সঙ্গে তার বৈঠক একেবারেই দলের পরিচালনা সংক্রান্ত বিষয় নিয়ে ছিল। যে সমস্ত জল্পনা এবং বক্তব্য এই বৈঠককে ঘিরে তুলে ধরার চেষ্টা হচ্ছে তা ভিত্তিহীন।

সূত্র : এনডিটিভি

এসএ/