ভক্তদের জন্য শাকিব খানের ঈদ উপহার
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৬:৩৭ পিএম, ২৯ মে ২০১৯ বুধবার | আপডেট: ০৭:৩৪ পিএম, ২৯ মে ২০১৯ বুধবার
ঢালিউড সুপারস্টার শাকিব খান। আসন্ন ঈদুল ফিতরে আসছ তার নতুন সিনেমা ‘পাসওয়ার্ড’। মালেক আফসারি পরিচালিত এ সিনেমাটি গত ২৬ মে বিনা কর্তনে ছাড়পত্র পেয়েছে। সিনেমাটির নায়ক ও প্রযোজক শাকিব খান এ তথ্য গণমাধ্যমকে জানান।
তিনি বলেন, ‘দেশে ফেরার দুইদিনের মাথায় সুখবর এলো বিনা কর্তনে ‘পাসওয়ার্ড’ সেন্সর ছাড়পত্র পেয়েছে। এটি আমার ভক্তদের জন্য ঈদের উপহার।’
শাকিব বলেন, ‘সিনেমাটি যখন সেন্সরে জমা দেওয়া হয় তখন আমরা তুরস্কের আনাতোলিয়া, কাপাডোকিয়া, পামুকালের মতো ঐতিহাসিক জায়গায় গানগুলোর শুটিং করছিলাম। শুটিং শেষ হওয়া মাত্রই সেখান থেকে দেশে ফুটেজ পাঠিয়ে দেওয়া হয়েছে।’
ঢালিউড কিং বলেন, ‘গানগুলোর শুটিংয়ে পুরো টিমকেই অনেক কষ্ট করতে হয়েছে। দর্শকদের ভালো কিছু উপহার দিতেই এই পরিশ্রম।’
সিনেমাটিতে শাকিব খান ও বুবলী ছাড়া আরও অভিনয় করেছেন- ইমন, মিশা সওদাগর প্রমুখ।
উল্লেখ্য, দেশের পাশাপাশি ‘পাসওয়ার্ড’ সিনেমার গানের শুটিং হয়েছে তুরস্কে।
দেখুন সিনেমার ট্রেলার :
এসএ/