ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১

ঈদ বোনাসের দাবীতে ট্রেন থামিয়ে বিক্ষোভ

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ১০:৩৯ পিএম, ২৯ মে ২০১৯ বুধবার

ঈদের আগে পেনশন ও বোনাস পরিশোধের দাবীতে রেলওয়ের অবসরপ্রাপ্ত কর্মচারীরা রাজবাড়ী রেল স্টেশনে রাজবাড়ী-পোরাদাহ ট্রেন রুটের আন্তঃনগর ট্রেন থামিয়ে বিক্ষোভ করেছেন।

বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে রাজবাড়ী স্টেশনে ট্রেনের সামনে রেললাইনের উপর অবসরপ্রাপ্ত কর্মচারীরা শুয়ে বিক্ষোভ করেন। বিক্ষোভের কারণে নির্দিষ্ট সময়ে ট্রেনটি স্টেশন ছাড়তে পারেনি।

জানা যায়, রাজবাড়ী রেলওয়ে স্টেশনের জুনিয়র ট্রাফিক ইন্সেপেক্টর স্বপন আহম্মেদ পেনশন ও ঈদ বোনাসের বিষয়ে রেলওয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনার মাধ্যমে দ্রুত সমাধানে আশ্বাস দেন। পরে বিক্ষোভকারীরা তাদের অবস্থান থেকে সরে আসে।

বিক্ষোভরত রেলওয়ের অসবরপ্রাপ্ত কয়েকজন কর্মচারীরা জানান, রাজবাড়ীতে প্রায় ৪ থেকে সাড়ে ৪`শ রেলওয়ে অবসরপ্রাপ্ত কর্মচারী রয়েছেন। যাদের বেতন পোষ্ট অফিসের মাধ্যমে হয়ে থাকে। কিন্তু ঈদ আসন্ন হলেও আজ পর্যন্ত এপ্রিল ও মে মাসের পেনশন, ঈদ বোনাস এবং বৈশাখী ভাতা তারা পাননি। ফলে তারা আন্তঃনগর ট্রেন থামিয়ে বিক্ষোভ করেছেন।

ঈদের আগে পেনশন ও বোনাস না পেলে আরও কঠোর কর্মসূচিতে যাবেন কর্মচারীরা বলেও জানা যায়। বিক্ষোভকারীরা বৃহস্পতিবার জেলা প্রশাসক ও রেলওয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর স্বারকলিপি পেশ করবেন বলেও জানা যায়।

রাজবাড়ী রেলওয়ে স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন মাষ্টার তন্মর কুমার দত্ত জানান, রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থেকে ছেড়ে আসা আন্তঃনগর ট্রেনটি রাজবাড়ী রেলওয়ে স্টেশনে বিকাল সাড়ে ৩টার দিকে আসে। এসময় রেলওয়ে অবসরপ্রাপ্ত কর্মচারীরা পেনশন ও ঈদ বোনাসের দাবীতে ট্রেনের সামনে শুয়ে পড়ে বিক্ষোভ শুরু করেন। পড়ে জুনিয়র ট্রাফিক ইন্সেপেক্টর স্বপন আহম্মেদের আশ্বাসে বিক্ষোভ প্র্যতাহার করে নিলে বিকাল ৩টা ৫৫ মিনিটে ট্রেনটি রাজবাড়ী স্টেশন থেকে ছড়ে যায়।

এমএস/কেআই