ইংল্যান্ড- ৩৭.৪ ওভারে ২২১/৪
২০০ অতিক্রম করলো ইংল্যান্ড
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৬:১০ পিএম, ৩০ মে ২০১৯ বৃহস্পতিবার | আপডেট: ০৯:৫৮ পিএম, ৩০ মে ২০১৯ বৃহস্পতিবার
বিশ্বকাপের দ্বাদশ আসরে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে ক্রিকেটের দুই জায়ান্ট ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। ওভালে টুর্নামেন্টের প্রথম ম্যাচে টসে জিতে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু প্লেসিস ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। পেস সহায়ক উইকেটে ইনিংসের প্রথম ওভারে বোলিংয়ে আসেন ইমরান তাহির। দ্বিতীয় বলেই তুলে নেন উইকেট।
গোল্ডেন ডাক মেরে ফেরেন ইংল্যান্ড ওপেনার জনি বেয়ারস্টো। সেই ধাক্কা ওপেনার জেসন রয় এবং তিনে নামা জো রুট সামলে নেন। গড়েন ১০৮ রানের জুটি। এরপর চার রানের ব্যবধানে দুই উইকেট তুলে নেন প্রোটিয়ারা।
সর্বশেষ খবর পর্যন্ত ইংল্যান্ড- ৩৭.৪ ওভারে ২২১/৪।
ইংল্যান্ড একাদশ :
জেসন রয়, জনি বেয়ারস্টো, জো রুট, ইয়ন মরগান (অধি.), বেন স্টোকস, জস বাটলার, মঈন আলী, ক্রিস ওকস, জোফরা আর্চার, লিয়াম প্লাঙ্কেট ও আদিল রশীদ।
দক্ষিণ আফ্রিকা একাদশ :
হাশিম আমলা, কুইন্টন ডি কক, এইডেন মার্করাম, ফাফ ডু প্লেসিস, জেসি ভ্যান ডার ডোসন, জেপি ডুমিনি, আন্দালি ফেলুকায়ো, ডোরাইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিডি, ইমরান তাহির।
এসএ/