ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১

হত্যার এক বছর পর শ্বশুর বাড়ি থেকে জামাইয়ের মৃতদেহ উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১০:৪৫ পিএম, ৩০ মে ২০১৯ বৃহস্পতিবার

হত্যার এক বছর পরে বাগেরহাটের কচুয়ায় শ্বশুর বাড়ি থেকে জামাইয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার চরকাঠি গ্রাম থেকে শ্বশুর মোহাম্মদ তালুকদারের ঘরের পিছন থেকে নিহত ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে কচুয়া থানা পুলিশ।

এসময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলিমুজ্জামান মিলন ও কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো.জাহিদ হাসান উপস্থিত ছিলেন। নিহত ব্যক্তির নাম আজিমের (৩৫) গ্রামের বাড়ি হবিগঞ্জ বলে ধারণা করা হচ্ছে। তার একটি ৩ বছরের কন্যা সন্তান রয়েছে।

স্থানীয়রা জানান, বছর খানেক আগে চরকাঠি এলাকার মৃত মোহাম্মদ তালুকদারের মেয়ে রুবিনা (২২) তার স্বামীকে নিয়ে বাবার বাড়িতে বেড়াতে আসে। তখন একদিন রুবিনার সঙ্গে তার স্বামীর ঝগড়া-বিবাদ হয়। স্ত্রী রুবিনাকে মারধর করে আজিম। পরে স্ত্রী রুবিনাও রাগের বশবর্তী হয়ে তার স্বামীর মাথায় লাঠি দিয়ে আঘাত করে। স্ত্রীর লাঠির আঘাতে মাটিতে পরে যায় আজিম। পরে মৃত্যু নিশ্চিত ভেবে স্ত্রী রুবিনা তার স্বামীকে ঘরের পিছনে মাটি চাপা দিয়ে রাখে।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শফিকুর রহমান বলেন, ‘একটি ঘরের পিছনে কারও মরদেহ পুতে রাখা হয়েছে এমন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে ঘটনাস্থলে যাই। সেখানে তদন্ত করে মরদেহ থাকার সত্যতা পাই। পরে সকল আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য প্রেরণ করা হয়েছে।’

 

এমএস/ এসএইচ/