ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

বিশ্বকাপের প্রথম ম্যাচেই মরগানের রেকর্ড

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৪:০০ পিএম, ৩১ মে ২০১৯ শুক্রবার | আপডেট: ০৪:০১ পিএম, ৩১ মে ২০১৯ শুক্রবার

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে গতকাল বৃহস্পতিবার প্রোটিয়াদের বিপক্ষে ১০৪ রানের বড় ব্যবধানে জয় পেয়েছে স্বাগতিক ইংল্যান্ড। সেই সঙ্গে প্রথম ইংল্যান্ড ক্রিকেটার হিসেবে ওয়ানডে খেলার ডাবল সেঞ্চুরি করে রেকর্ড গড়লেন ইংলিশ অধিনায়ক ইয়ন মরগান৷

রাণীর দেশে শুরু হওয়া বিশ্বকাপের ঠিক আগে ঘরের মাঠে পাকিস্তানের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে প্রাক্তন ইংল্যান্ড ক্রিকেটার পল কলিংউডকে টপকে গিয়েছিলেন মরগান৷ ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি ওয়ানডে (১৯৭) খেলার রেকর্ড ছিল কলিংউডের৷ পাকিস্তানের বিরুদ্ধে পাঁচ ওয়ানডে সিরিজেই কলিংউডকে টপকে গিয়েছিলেন ইংলিশ অধিনায়ক৷ কিন্তু বিশ্বকাপের প্রথম ম্যাচে প্রথম ইংল্যান্ড ক্রিকেটার হিসেবে ২০০টি ওয়ানডে খেলার রেকর্ড গড়েন মরগান৷

আর শুধু তাই নয়, এদিন ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি ওয়ানডে জয়ের সাক্ষী থাকলেন ইংলিশ অধিনায়ক৷ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের আগে দেশের হয়ে ১৯৯টি ওয়ানডে-র মধ্যে ১১৩টি ওয়ানডে জয়ের সাক্ষী ছিলেন তিনি৷ বৃহস্পতিবার প্রোটিয়াদের হারিয়ে ২০০টি ম্যাচের মধ্যে ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি ১১৪টি ওয়ানডে জয়ের সাক্ষী থাকলেন ক্যাপ্টেন৷

ইংল্যান্ডের ওভালে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্বাগতিকদের কাছে পাত্তাই পায়নি প্রোটিয়ারা। প্রথম ব্যাটিং করে ৮ উইকেটে ৩১১ রান তোলে ইংলিশরা৷ চার ব্যাটসম্যান হাফ-সেঞ্চুরি করেন৷ ৬০ বলে ৫৬ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন ক্যাপ্টেন মরগান৷ তবে ইংরেজ ইনিংসের সর্বোচ্চ ৮৯ রান করেন অলরাউন্ডার বেন স্টোকস৷ এছাড়াও হাফ-সেঞ্চুরি করেন জেসন রয় ও জো রুট৷

ইংল্যান্ডের দেওয়া ৩১২ রানের টার্গেটে খেলতে নেমে ৩৯ ওভার ৫ বোলে ২০৭ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের হয়ে সর্বোচ্চ রান কুইন্টন ডি’ককের ৬৮৷ এছাড়া কিছুটা লড়াই করেন ভ্যানডার ডুসেন৷ ৬১ বলে ৫০ রান করেন তিনি৷ জোফ্রা আর্চার তিনটি এবং প্লাঙ্কেট ও স্টোকস দুটি করে উইকেট নেন৷ অলরাউন্ড পারফর্ম করে বিশ্বকাপের প্রথম ম্যাচেই সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতে নেন স্টোকস৷