ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১

১০৫ রানে অলআউট পাকিস্তান  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৫:৩৭ পিএম, ৩১ মে ২০১৯ শুক্রবার

নটিংহ্যামে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমে ব্যাটিং বিপর্যয়ে ওয়েস্ট ইন্ডিজের কাছে মাত্র ১০৫ রানে অলআউট হয়েছে পাকিস্তান। ২১ ওভার ৪ বলেই সব উইকেট হারায় দলটি। শুক্রবার ইংল্যান্ডের নটিংহামে টস হেরে ব্যাটিং নেমে ইনিংসের শুরু থেকেই উইকেট হারায় পাকিস্তান।

ইনিংসের তৃতীয় ওভারেই নিজের উইকেট হারান ইমাম-উল-হক। শেলডন কটরিলের গতির বলে উইকেটকিপারের হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন পাকিস্তানের এ ওপেনার। ইমাম-উলের বিদায়ের মধ্য দিয়ে ১৭ রানে ভাঙে পাকিস্তানের উদ্বোধনী জুটি। সাজঘরে ফেরার আগে ১১ বলে মাত্র ২ রান করেন ইমাম।

এরপর ইনিংস মেরামত করার আগেই ফেরেন অন্য ওপেনার ফখর জামান। আন্দ্রে রাসেলের বলে বোল্ড হওয়ার আগে ১৬ বলে ২২ রান করার সুযোগ পান পাকিস্তানের এ ওপেনার।

পাকিস্তান তৃতীয় উইকেটটিও হারায় রাসেলের গতিতে। ১৪৫ কিলোমিটার গতির বলটিতে শট খেলতে একটু দেরি হয়ে যায় হারিস সোহেলের। ব্যাটে ছোঁয়া লেগে সেটি চলে যায় উইকেটরক্ষক শাই হোপের হাতে। ১১ বলে ৮ রান করে হারিস।

অন্যদিকে বাবর আজম ৩২ বলে ২২ রান করে সাঁজ ঘরে ফিরেন। এর পরে এক এক করে পড়তে থাকে উইকেট।

শুক্রবার ইংল্যান্ডের নটিংহ্যামে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায় ম্যাচটি শুরু হয়।

বিশ্বকাপের প্রথম ম্যাচেই অগ্নি পরীক্ষা দিতে হচ্ছে পাকিস্তানকে। কারণ প্রতিপক্ষের নাম ওয়েস্ট ইন্ডিজ। যারা কী না প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ৪২১ রান তুলে হৈচৈ ফেলে দিয়েছে।

বিশ্বকাপে এখন পর্যন্ত ১০ বার মুখোমুখি হয়েছে পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ। পাকিস্তান জিতেছে ৩টি, উইন্ডিজের জয় ৭টিতে।

পাকিস্তান: ইমাম-উল-হক, ফখর জামান, বাবর আজম, হারিস সোহেল, সরফরাজ আহমেদ, মোহাম্মদ হাফিজ, ইমাদ ওয়াসিম, শাদাব খান, হাসান আলী, মোহাম্মদ আমির ও ওয়াহাব রিয়াজ।

ওয়েস্ট ইন্ডিজ: ক্রিস গেইল, শাই হোপ, ড্যারেন ব্রাভো, সিমরন হিতমার, নিকোলাস পুরান, আন্দ্রে রাসেল, জেসন হোল্ডার, কার্লোস ব্রাথওয়েট, অ্যাসলে নার্স, শেলডন কটরিল ও ওশান থমাস।

 

এনএম/ এসএইচ/