ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১

ব্রিটিশ কন্ডিশন মানিয়ে নেয়াটাই চ্যালেঞ্জ : ওয়ালশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৭:২৩ পিএম, ৩১ মে ২০১৯ শুক্রবার | আপডেট: ০৮:০৪ পিএম, ৩১ মে ২০১৯ শুক্রবার

১৯৯৯ সালে বিশ্বকাপের সপ্তম আসরে নিজের ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানেন ওয়ালশ। সে বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের বড় জয়ের নায়ক ওয়ালস ৪ উইকেট নিয়ে হয়েছিলেন ম্যান অব দ্যা ম্যাচ।

সময়ের ব্যবধানে ১৭ বছর পর সেই ওয়ালশ ২০১৬ সালের শেষের দিকে বাংলাদেশের প্রধান বোলিং কোচ হিসেবে দায়িত্ব পান।

তার নেতৃত্বেই বিশ্বকাপের দ্বাদশ আসরে অংশ নিচ্ছে বাংলাদেশ। দীর্ঘদিন থেকে বাংলাদেশের ক্রিকেটকে সামনে থেকে এগিয়ে নিচ্ছেন তিনি।

প্রায় তিন বছরে বাংলাদেশ বোলিংয়ে বেশ এগিয়েছে। মোস্তাফিজ, সাইফুদ্দিন আবু জায়েদের মত বোলাররা বের হয়েছে এ সময়ে।

বিশ্বকাপের আগে বেশিরভাগ ম্যাচে তার নেতৃত্বে জয় পেয়েছে বাংলাদেশ। এবারের বিশ্বকাপ আসরে বাংলাদেশকে নিয়ে স্বপ্নটা তার একটু বেশিই। কেননা, এ বিশ্বকাপ পর্যন্তই তার মেয়াদ।

তবে সে ভাবনা মাথায় না নিয়ে বাংলাদেশকে আসরের অন্যতম সেরা দল হিসেবে প্রমাণ করতে চান ওয়ালশ।

বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ওয়ালশ বলেন, “আমার এখন একমাত্র চাওয়া কিভাবে আমরা ক্রিকেটের এ সর্বোচ্চ আসরে ভাল করতে পারি। বলেন, যদি কিছু চমক দিতে পারি সেটা হবে আমার জন্য ভীষণ গর্বের।”

মাশরাফির নেতৃত্বে কাটার মাস্টার মুস্তাফিজ, রুবেল হোসেন, আবু জায়েদ চৌধুরী ও সাইফুদ্দিনকে নিয়ে বাংলাদেশের পেস অ্যাটাক। তবে, অভিজ্ঞতার মঞ্চে তারুণ্যের মিশেল এখনো পরীক্ষিত নয়। আছে ইনজুরি শঙ্কাও। তবে, এগুলোকে পাত্তা দিচ্ছেনা ওয়ালশ।

প্রধান এ কোচ বলেন, ওভালের সঙ্গে কার্ডিফের অনেকটা পার্থক্য আছে। সেটা দ্রুত বুঝে নিতে হবে এবং সেভাবেই গেমপ্ল্যান সাজাতে হবে। ধারাবাহিকভাবে ভালো করাই মূখ্য। এক্ষেত্রে, আমাদের খেলোয়াররা এখানকার কন্ডিশন যত দ্রুত মেনে নিতে পারবে ততো দ্রুত আমাদের খেলোয়ারদের ভালো করার পসিবিলিটি থাকবে।

কোথাও একটু ওভারকাস্ট থাকতে পারে আবার কোথাও একেবারে ফ্লাট উইকেট। সেটা মাথায় রেখেই আমার বোলারদের সেভাবেই প্রস্তুত করছি- যোগ করেন ওয়ালশ।

তবে বিশ্বকাপের উইকেট যে বোলারদের জন্য সহজ হবে না সেটাও মনে করিয়ে দিয়েছেন প্রথম ৫০০ টেস্ট উইকেট শিকারী ওয়ালশ। তাই, নতুন ফরম্যাটে `ম্যাচ বাই ম্যাচ` এগুতে চান তিনি।

`টুর্নামেন্ট বড় হয়েছে। কোন নির্দিষ্ট দলকে লক্ষ্য করে নয়, প্রতিটি ম্যাচকেই সমান গুরুত্ব দিয়ে খেলতে হবে। কোন দলকেই সহজ ভাবার কারণ নেই বলে মত দেন কোচ।

এবারের বিশ্বকাপে ভাল করা আমাদের জন্য সবচেয়ে বড় সুযোগ উল্লেখ করে ওয়ালশ বলেন, `গত আড়াই বছর দারুণ খেলেছে আমাদের ক্রিকেটাররা। তাইতো বাংলাদেশকে ফাইনালে দেখতে চান বাংলাদেশের এ বোলিং কোচ।

আই// এসএইচ/