ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১

সৃজনের সহায়তায় হাসি ফুঁটলো ২৮০ পরিবারে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০২ এএম, ১ জুন ২০১৯ শনিবার

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ২৮০ অসহায় পরিবারের মুখে হাসি ফুটিয়েছে সামাজিক সেচ্ছাসেবী সংগঠন ‘মানবতার সেবায় সৃজন’। "ঈদের খুশি ছড়িয়ে দিতে সৃজনের হাত আপনার হাতে" স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জে ১৭০ পরিবারের এবং ময়মনসিংহে ১১০ পরিবাবের শিশুদের মুখে ঈদের খুশি ছড়িয়ে দেন সংগঠনটির সদস্যরা।

শুক্রবার বিকেল ৩টায় কিশোরগঞ্জ সরকারি গুরুদয়াল কলেজ মাঠে এক অনুষ্ঠানে শিশুদের হাতে নতুন জামা তুলে দেওয়া হয়। এর আগে মঙ্গলবার সকাল ১১টায় ময়মনসিংহ রেল স্টেশনের ১নং প্লাটফর্মে শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।

সংগঠনটির উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল গণির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সনাক কিশোরগঞ্জের সভাপতি ও সমকালের স্টাফ রিপোর্টার সাইফুল হক মোল্লা দুলু, আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকাররম হোসেন শোকরানা, হাশমত উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান, আরজত আতরজান উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এম আব্দুল্লাহ, প্রেসিডেন্ট আব্দুল হামিদ মেডিকেল কলেজের প্রভাষক ডা. নুরুন্নাহার আফরিন, বাংলাদেশ স্কাউট কিশোরগঞ্জ সদর উপজেলার সম্পাদক মো. শাহজাহান, আরজত আতরজান উচ্চ বিদ্যালয়ের শিক্ষক লুৎফুন্নেছা চিনু, সৃজন ময়মনসিংহের প্রতিনিধি ও কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মোজাম্মেল হক অনিক, মুরাদ, স্বেচ্ছাসেবক শফিকুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সৃজনের উপদেষ্টা মো. কামরুজ্জামান। সঞ্চালনায় ছিলেন- সৃজনের সম্পাদক নজরুল ইসলাম জুয়েল। অন্যান্যের মধ্যে তৌকির আহমেদ নিলয়, ইনফাতসহ সৃজনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সৃজন সভাপতি নুসরাত জাহান মিম জানান, মানবতার সেবায় সৃজন ২০১৮ সালে প্রতিষ্ঠার পর থেকেই ময়মনসিংহ ও কিশোরগঞ্জ জেলায় বিভিন্ন সচেতনতামুলক কার্যক্রম পরিচালনা করে আসছে। দরিদ্র মুমূর্ষু রোগীদের জন্য স্বেচ্ছায় রক্তদান, নিরাপদ সড়ক নিশ্চিতে গণসচেতনতা, শীত বস্ত্র বিতরণের  মতো কাজ করে আসছে।

 

টিআই/