ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১২ ১৪৩১

গুপ্তচরবৃত্তির দায়ে পাক সেনার ফাঁসি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৩ পিএম, ১ জুন ২০১৯ শনিবার

গুপ্তচরবৃত্তির অভিযোগে পাকিস্তানের সেনাবাহিনীর এক অবসরপ্রাপ্ত উচ্চপদস্থ কর্মকর্তা এবং একজন চিকিৎসককে ফাঁসি দেওয়া হয়েছে। অপর আরেকজন সেনা কর্মকর্তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার শুনানির পর ওই তিনজনের বিরুদ্ধে সাজা দেয় দেশটির সামরিক আদালত।

পাক সেনা সূত্রে জানা যায়, ওই দুই উচ্চপদস্থ কর্তা হলেন লেফটেন্যান্ট (অবসরপ্রাপ্ত) জেনারেল জাভেদ ইকবাল এবং ব্রিগেডিয়ার (অবসরপ্রাপ্ত) রাজা রিজওয়ান। ওই দু’জন ছাড়াও সেনার এক সংস্থায় কর্মরত চিকিৎসক ওয়াসিম আক্রামকে একই অপরাধে সাজা দিয়েছে আদালত।

জাভেদ ইকবালকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। অন্যদিকে, রাজা রিজওয়ান ও ওয়াসিমকে ফাঁসি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যাবজ্জীবন কারাদণ্ড হলেও পাকিস্তানের আইন অনুসারে ১৪ বছর কারবাস করবেন জাভেদ।

পাকিস্তানের আইন অনুযায়ী, সামরিক আদালতে ওই তিন জনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগে শুনানি চলে। তাতে দোষী সাব্যস্ত হন তারা। এরপর আদালতের প্রস্তাবিত রায় জানানো হয় পাক সেনাবাহিনীর প্রধান কামার জাভেদ বাজওয়াকে।

আদালতের ওই রায়ে সম্মতি দেন সেনাপ্রধান। সেনার তরফে প্রকাশিত একটি বিবৃতিতে সেনাপ্রধান বাজওয়া বলেছেন, ‘‘বিদেশি সংস্থার কাছে দেশের স্পর্শকাতর তথ্য ফাঁসসহ গুপ্তচরবৃত্তি’র জন্য ওই তিন জনকে এই শাস্তি দেওয়া হয়েছে।’’

যদিও ওই তিনজন ঠিক কী তথ্য ফাঁস করেছেন বা কোন দেশের কাছে তা ফাঁস করেছেন, তা নিয়ে পাকিস্তানের তরফে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। এমনকি, এটিও স্পষ্ট নয় যে ওই দুই সেনা কর্মকর্তা কর্মরত থাকা অবস্থায় তাদের বিরুদ্ধে চরবৃত্তির মামলা শুরু করা হয়েছিল কি না।

তথ্যসূত্র: আনন্দবাজার

এমএইচ/