ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

অস্ট্রেলিয়া শিবিরে সুসংবাদ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০১:০৬ পিএম, ১ জুন ২০১৯ শনিবার

আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে আজ শনিবার বিশ্বকাপ অভিযান শুরু করছে অস্ট্রেলিয়া। তার আগে ডেভিড ওয়ার্নারকে নিয়ে সংশয় ছিল অজি শিবিরে। অবশেষে দুঃশ্চিন্তার কালো মেঘ কেটে গেছে।

আফগানিস্তানের বিরুদ্ধে ওয়ার্নারকে পেতে সমস্যা নেই অস্ট্রেলিয়ার। দলের বিশ্বস্ত সেনানীকে নিয়ে সাংবাদিক সম্মেলনে এমনটাই জানালেন দলনায়ক অ্যারন ফিঞ্চ।

গত বুধবার দলের অনুশীলনে কোমরের নিচের অংশে টান ধরে ওয়ার্নারের। এতে বিশ্বকাপের অজিদের প্রথম ম্যাচে তার খেলা নিয়ে সংশয় তৈরি হয়। অবশেষে গতকাল শুক্রবার ফিঞ্চ জানান, ওয়ার্নার সম্পূর্ণ সুস্থ। ওর খেলার বিষয়ে কোনও সন্দেহ নেই।

এর আগে বল টেম্পারিং কেলেঙ্কারিতে বেশ বিপাকেই পড়েছিলো ক্রিকেট অস্ট্রেলিয়া। গেল বছর কেপটাউন টেস্টে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বল টেম্পারিংয়ের দায়ে আন্তর্জাতিক ক্রিকেটে এক বছর নিষিদ্ধ হন ওয়ার্নার। নির্বাসন কাটিয়ে ফেরার পর দুর্দান্ত ছন্দে আছেন তিনি। বাঁহাতি বিধ্বংসী ওপেনার প্রস্তুতি নিচ্ছেন বিশ্বমঞ্চ মাতানোর।

যাইহোক, দ্বাদশ ক্রিকেট বিশ্বকাপে আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে অভিযান শুরু করতে যাচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। এ পর্যন্ত আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে উভয় দল ২টি ম্যাচে মুখোমুখি হয়। দুই ম্যাচে জয় পায় অস্ট্রেলিয়া। অজিরা এ পর্যন্ত ৯৩০টি ওয়ানডে ম্যাচ খেলে ৫৬২টিতে জয় পেয়েছে।

অন্যদিকে, বিশ্বকাপের মূল পর্বে প্রথমবার খেলার সুযোগ পাওয়া আফগানিস্তান খেলেছে মাত্র ১১৪টি ওয়ানডে ম্যাচ। এর মধ্যে জয় পেয়েছে ৫৯ ম্যাচে, আর হেরেছে ৫১টিতে। আর সবমিলিয়ে আফগানিস্তানের জন্য কঠিন চ্যালেঞ্জই অপেক্ষা করছে।

একে//