ছবি তোলাকে কেন্দ্র করে শরণখোলায় যুবকের মৃত্যু
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশিত : ০৪:০০ পিএম, ১ জুন ২০১৯ শনিবার | আপডেট: ০৫:৩৪ পিএম, ১ জুন ২০১৯ শনিবার
বাগেরহাটের শরণখোলা উপজেলায় ছবি তোলাকে কেন্দ্র করে ঘুষিতে আহত যুবক আমিনুল ইসলাম জাকিরের (৩০) মৃত্যু হয়েছে।
শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে তার মৃত্যু হয়। শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলিপ কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত আমিনুল ইসলাম মালিয়া রাজাপুর গ্রামের সোহরাব হোসেন আকনের ছেলে বলে জানা গেছে।
ওসি দিলিপ কুমার সরকার বলেন, শুক্রবার রাত আটটার দিকে উপজেলার বাংলাবাজারের আবুল কালামের দোকানের সামনে স্থানীয় মিনহাজ উদ্দিন হাওলাদারের ছবি তোলে আমিনুল ইসলাম জাকির। এ ছবি তোলা নিয়ে একই গ্রামের এসহাক আলী ও আছাদুলের সঙ্গে বাক-বিতণ্ডা হয় আমিনুল ইসলামের। এক পর্যায়ে এসহাক ও আছাদুল আমিনুল ইসলামকে কিল-ঘুষি মারে। পরে আহত আমিনুল ইসলাম তার পিতার দোকান থেকে হোমিও ওষধ খেয়ে বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়ে। ভোরে তার গোঙ্গানির শব্দ শুনে পরিবারের লোকেরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও বলেন, এ ঘটনায় আমিনুলের পিতা বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন। আমরা নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠিয়েছি। আসামিদের আটকের চেষ্টা চলছে।