ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১২ ১৪৩১

রোহিঙ্গা ইস্যুতে ওআইসির প্রতিবাদ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৪:০১ পিএম, ১ জুন ২০১৯ শনিবার | আপডেট: ০৫:৩৪ পিএম, ১ জুন ২০১৯ শনিবার

সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠী রোহিঙ্গাদের ওপর চালানো নৃশংসতা ও বাস্তুচ্যুত করার ঘটনায় মিয়ানমার সরকারের প্রতি নিন্দা ও কঠোর প্রতিবাদ জানিয়েছে  অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি)।

শনিবার ১৪ তম সম্মেলনে সংস্থাটির এক বিবৃতিতে মিয়ানমার সরকারের কঠোর সমালোচনা করা হয়। পাশাপাশি  রোহিঙ্গা নির্যাতন বন্ধের দাবি জানানো হয়েছে।

মক্কায় অনুষ্ঠিত ওআইসি সম্মেলনে বক্তারা বলেন, মিয়ানমারের উচিৎ তার অধিবাসীদের সুরক্ষা দেয়া। কিন্তু দেশটি তার উল্টো কাজ করছে। খবর রয়টার্সের।

রোহিঙ্গা সংখ্যালঘুদের ওপর হত্যা ও নিধনযজ্ঞ চালাচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

রোহিঙ্গা সংকট নিরসনে ওআইসি সদস্য দেশগুলোর সহায়তা চায় বাংলাদেশ।  ওআইসি সম্মেলনের একদিন আগে সৌদি আরবের জেদ্দায় ৩০ মে পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এ সহায়তা চান।

বৈঠকে ড. মোমেন বলেন, মিয়ানমার থেকে রোহিঙ্গাদের জোর করে বাস্তুচ্যুত করা হয়েছে। মানবিক দিক বিবেচনা করে বাংলাদেশ তাদের আশ্রয় দিয়েছে। এই সংকট সমাধানে ওআইসি দেশগুলোর এগিয়ে আসা উচিত বলে জানান তিনি।

আই//