বাংলাদেশে বর্জ্য ফেরত পাঠাবে মালয়েশিয়া
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৮:৩৩ পিএম, ১ জুন ২০১৯ শনিবার
অবৈধভাবে রিসাইক্লিং বা পুনর্ব্যবহারের উপযোগী করার জন্য বিভিন্ন দেশ থেকে আসা প্লাস্টিক বর্জ্য উৎস দেশে ফেরত পাঠানোর ঘোষণা দিয়েছে মালয়েশিয়া৷ বাংলাদেশও রয়েছে সে সব দেশের তালিকায়৷
মালয়েশিয়ার পরিবেশমন্ত্রী ইয়ো বি ইন জানান, তার দেশ ৩ হাজার ৩০০ টন নন-রিসাইক্লেবল প্লাস্টিক বর্জ্য অ্যামেরিকা, যুক্তরাজ্য, ক্যানাডা, অস্ট্রেলিয়া ও বাংলাদেশসহ কয়েকটি দেশে ফেরত পাঠাবে৷
গেল মঙ্গলবার কুয়ালালামপুরের বাইরে একটি বন্দরে বিভিন্ন প্লাস্টিক বর্জ্য সাংবাদিকদের দেখান ইয়ো বি ইন৷ এর মধ্যে যুক্তরাজ্য থেকে আসা ক্যাবল, অস্ট্রেলিয়া থেকে আসা দূষিত দুধের কার্টন, বাংলাদেশ থেকে আসা কমপ্যাক্ট ডিস্ক (সিডি) এবং যুক্তরাষ্ট্র, ক্যানাডা, চীন, জাপান ও সৌদি আরব থেকে আসা বৈদ্যুতিক ও গৃহস্থালির বর্জ্য ছিল৷
সেখানকার কন্টেইনারগুলো দেখিয়ে তিনি জানান, এই ৬০টি কন্টেইনারে অবৈধভাবে আসা প্লাস্টিক বর্জ্য উৎস দেশে ফেরত পাঠানো হবে৷ দুই সপ্তাহের মধ্যেই ফেরত যাবে ১০টি কন্টেইনার৷ গত বছর চীন প্লাস্টিক বর্জ্য আমদানি বন্ধ করার পর মালয়েশিয়াসহ কয়েকটি উন্নয়নশীল দেশ এসব বর্জ্য পাঠানোর লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে, মন্তব্য করেন ইয়ো বি ইন৷
তিনি জানান, গত বছর শুধু যুক্তরাজ্য থেকেই ৫০ হাজার মেট্রিক টন প্লাস্টিক বর্জ্য মালয়েশিয়ায় এসেছে৷ ‘যেন উন্নত দেশের ডাস্টবিনে পরিণত হয়েছে উন্নয়নশীল দেশগুলো’, সাংবাদিকদের বলেছেন তিনি৷
মালয়েশিয়া কয়েকদিন আগে দূষিত প্লাস্টিক বর্জ্যের পাঁচটি কন্টেইনার স্পেনে ফেরত পাঠিয়েছে বলে জানিয়েছে রয়টার্স৷
তথ্যসূত্র: ডয়চে ভেলে।
এমএস/ এসএইচ/