বিপর্যয় কাটছে না ৩ ট্রেনে (ভিডিও)
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৩:৩৯ পিএম, ২ জুন ২০১৯ রবিবার
ঈদকে সামনে রেখে বাড়ি ফিরছে মানুষ। তবে আজও সিডিউল বিপর্যয়ে কমলাপুর থেকে দেরিতে ছেড়েছে উত্তর ও দক্ষিন বঙ্গগামী তিনটি ট্রেন। যদিও এটুকু ভোগান্তিকে মেনে নিয়ে স্বস্তির যাত্রা বলছেন যাত্রীরা। স্টেশনের সার্বিক বিষয় পরিদর্শনে এসে আইন শৃঙ্খলা সংক্রান্ত আন্ত মন্ত্রনালয় কমিটির সভাপতি আ ক ম মোজাম্মেল হক বলেন, ঈদের আগে সিডিউল বিপর্যয় ঠিক করা সম্ভব নয় তবে ট্রেনের অবস্থান জেনে যাত্রীদের স্টেশনে আসার পরামর্শ দিয়েছেন তিনি। এদিকে বাস কাউন্টারেও নেই যাত্রীদের তেমন চাপ।
হুইসেল বাজিয়ে গন্তব্যে ছুটলো ট্রেন।
ভোর থেকেই ঈদে বাড়িফেরা মানুষের অপেক্ষা কমলাপুর রেলস্টেশনে। তবে তৃতীয় দিনের ঈদ যাত্রায়ও দুই থেকে আড়াই ঘন্টার সিডিউল বিপর্যয় মাথায় নিয়ে কমলাপুরে ঢুকেছে সুন্দরবন, ধুমকেতু, ও নীল সাগর এক্সপ্রেস। আসা মাত্রই চেপে বসা যার যার জায়গায়, এখন শুধু অপেক্ষা প্রিয়জনের সান্নিধ্য পাবার।
প্রতিবারের চেনা দৃশ্য ট্রেনের ছাদ ছিল একেবারেই ফাঁকা, কেউ কেউ উঠতে চাইলেও বাঁধা দেয় আইনশৃঙ্খলা বাহিনী।
সকালে কমলাপুর রেল স্টেশন পরিদর্শন করেন আইন-শৃঙ্খলা বিষয় সংক্রান্ত আন্ত মান্ত্রনালয় সম্পর্কিত কমিটির সভাপতি আ ক ম মোজাম্মেল হক। এ সময় যাত্রীদের সার্বিক খোজ খবর নিয়ে জানান, ওই তিন ট্রেনের সিডিউল বিপর্যয়ের সমাধান হচ্ছে না ঈদের আগে।
এদিকে বাস কাউন্টারগুলোতে উল্টোচিত্র। একেবারেই ভিড় নেই। অনেক গাড়িই যাচ্ছে কম যাত্রী নিয়ে। তবে ঈদযাত্রায় সামিল হওয়া বৈরী আবহাওয়াকে আমলে না নিয়েই অনেকে বের হয়েছেন আপনজনের সান্নিধ্য পেতে।
এদিকে বিরূপ আবহাওয়ার কারণে ঘণ্টাখানেক বন্ধ থাকার পর সদরঘাটে স্বাভাবিক হয় লঞ্চ চলাচল।