রোহিঙ্গা পুনর্বাসন নিয়ে আন্তর্জাতিক মহলে ভালো সাড়া পাচ্ছি
সৌদি আরব প্রতিনিধি
প্রকাশিত : ১০:৫৩ পিএম, ২ জুন ২০১৯ রবিবার
রোহিঙ্গা পুনর্বাসন নিয়ে আন্তর্জাতিক মহলে বেশ ভালোই সাড়া মিলছে বলে জানিয়েছেন সৌদি আরবে সফররত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড.এ কে আবদুল মোমেন।
আন্তর্জাতিক ইসলামিক সংস্থা ‘অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশান’র (ওআইসি) সম্মেলন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী এ কথা জানান।
পররাষ্ট্রমন্ত্রী জানান, রোহিঙ্গা পুনর্বাসন ও প্রত্যাবাসন আর মিয়ানমারের রাখাইন রাজ্যে তাদের ওপর নৃশংসতার চিত্র ওআইসির সদস্য রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের কাছে তুলে ধরা হয়েছে। প্রায় এগারো লক্ষ রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানানো হয়েছে। এ সংকটকে ঘিরে যাতে কোনো ধরনের অস্থিতিশীলতা তৈরি না হয়, সে সম্পর্কে সবাইকে সতর্ক ও দায়িত্বশীল হতে হবে।
রোহিঙ্গা সমস্যার সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা নিয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন,‘সরকারের পররাষ্ট্রনীতির অন্যতম অগ্রাধিকার হিসেবে দীর্ঘদিনের এ সমস্যার স্থায়ী সমাধানের বিষয়টি নিয়ে ওআইসিসহ আন্তর্জাতিক মহলে কাছে বারবার তুলে ধরেছি এবং আন্তর্জাতিক মহলে রোহিঙ্গা পুনর্বাসন নিয়ে ভালো সাড়া পাচ্ছি।’
নিরাপত্তার অনিশ্চয়তার জন্য রোহিঙ্গারা বাংলাদেশ থেকে মিয়ানমার যেতে চাইছে না উল্লেখ করে এ কে আবদুল মোমেন বলেন, ‘আন্তর্জাতিক মহলে আলাপ করছি যাতে করে মিয়ানমারকে চাপ প্রয়োগ করা হয়। মিয়ানমার তার লোকদেরকে (রোহিঙ্গা) ফিরিয়ে নেওয়া পথ সুগম করে। জেদ্দায় এসে রোহিঙ্গাদের নৃশংসতা বিচার আমরা দাবী করেছি। আমরা এ ধরণের হত্যাকাণ্ড আর দেখতে চাই না।’
রাখাইনে রোহিঙ্গাদের জন্মগত অধিকার ফিরিয়ে দিতে বাংলাদেশ সরকার কাজ করছে জানিয়ে মন্ত্রী বলেন,‘আমরা বিষয়টা নিয়ে ওআইসিসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে যাচ্ছি।যাতে করে মায়ানমারের রোহিঙ্গা সম্প্রদায় বিশ্বাস নিয়ে সেখানে ফিরে যেতে পারে।’
প্রবাসীদের জন্য ‘দূতাবাস অ্যাপের’ মাধ্যমে ৩৪টি সেবা চালু হচ্ছে বলে সাংবাদিকদের জানান পররাষ্ট্রমন্ত্রী। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা প্রবাসীদের সমস্যা নিয়ে কাজ করছি, প্রবাসীরা দূতাবাস ও কনস্যুলেটে বিশেষ করে কি কি সেবা নিতে আসে সেই গুলোর উপর জোর দিয়ে অ্যাপের মাধ্যমে তাত্ক্ষণিক সমাধানে ব্যবস্থা করছি।’
অনেক প্রবাসী তাদের পাসপোর্টে তথ্য ভুল দেন জানিয়ে মন্ত্রী বলেন,‘আপনাদের মাধ্যমে আমি আহ্বান জানাবো যাতে করে পাসপোর্টে যেন কোন ভুল তথ্য না দেওয়া হয়। প্রবাসীদের এই অ্যাপের মাধ্যমে কে কোন পেশায় আছেন সকল তথ্য সংগ্রহ করে প্রবাসীদের সঠিক মূল্যায়ন করা হবে।’
এমএস/কেআই