দুর্দান্ত জয়ের পরও বাংলাদেশকে হেয় প্রতিপন্ন করছে ভারত!
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৯:১১ এএম, ৩ জুন ২০১৯ সোমবার | আপডেট: ০৯:১৬ এএম, ৩ জুন ২০১৯ সোমবার
দক্ষিণ আফ্রিকাকে বিধ্বস্ত করে বিশ্বকাপ অভিযান শুরু করেছে টাইগাররা। গতকার রোববার প্রোটিয়াদের বিপক্ষে দুর্দান্ত জয়ের পরও বাংলাদেশকে হেয় প্রতিপন্ন করছে ভারত। ভারতের গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে বাংলাদেশের এই জয় অঘটন। সেখানকার মিডিয়া বুঝাতে চেয়েছে বাংলাদেশে হঠাৎ করে এমন একটা জয় পেয়েছে, যেটা তাদের প্রত্যাশা ছিল না।
ভারতীয় মিডিয়া কলকাতা টুয়েন্টিফোরে লেখা হয়েছে, উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডের কাছে হারের পর এবার বাংলাদেশর মতো খাতায়-কলমে দুর্বল দলের কাছে পরাজিত হল দক্ষিণ আফ্রিকা৷ স্বাভাবিকভাবেই প্রোটিয়াদের সেমিফাইনালের স্বপ্ন শুরুতেই বড়সড় ধাক্কা খেল৷
আসলে ভারতীয় মিডিয়া জেনেও না জানার ভান করছে। মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বাধীন এই দলের বিপক্ষেই ২০১৫ সালে বাংলাদেশ সফরে এসে পাত্তাই পায়নি ভারতীয় ক্রিকেট দল। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হেরে যায় তারা।
ভারতের পর বাংলাদেশে সফরে আসে দক্ষিণ আফ্রিকা। হাশিম আমলার নেতৃত্বে সেই সফরে আফ্রিকা তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে সিরিজ হারে।
এছাড়াও ২০০৭ সালের বিশ্বকাপে এই বাংলাদেশের বিপক্ষে হেরে গেছে ভারত। মাশরাফির গতির মুখে পড়ে ১৯১ রানে অলআউট হওয়া রাহুল দ্রাবিদের নেতৃত্বাধীন ভারতকে ৫ উইকেটে হারায় হাবিবুল বাশারের দল।
আর ২০১২ সালের এশিয়া কাপে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন ভারতীয় দলকে হারিয়ে টুর্নামেন্টের ফাইনালে খেলে বাংলাদেশ।
প্রতিবেশি দেশের চোখে পড়ার মতো উন্নতি দেখে সাধুবাদ জানানের পরিবর্তে বাংলাদেশ দলকে নিয়ে হেয় প্রতিপন্ন করছে ভারত।
এবারের বিশ্বকাপের পঞ্চম ম্যাচে বাংলাদেশ ২১ রানে জয় পায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের রেকর্ড পার্টনারশিপে ভর করে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার সামনে জয়ের জন্য ৩৩১ রানের বিশাল লক্ষ্য ঝুলিয়ে দেয়৷ টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে টাইগাররা নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৩০ রান তোলে৷ সাকিব ও মুশফিক ছাড়াও ব্যাট হাতে নজর কাড়েন মাহমুদুল্লাহ, সৌম্য সরকাররাও৷
জবাবে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা শেষমেশ ম্যাচ হারে ২১ রানের ব্যবধানে৷ প্রোটিয়াদের হয়ে সর্বোচ্চ ৬২ রান করেন দলনায়ক ডু’প্লেসি৷