আজ ঘুরে দাঁড়াতে চায় পাকিস্তান
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১২:২৫ পিএম, ৩ জুন ২০১৯ সোমবার
বিশ্বকাপ ক্রিকেটে আজ সোমবার পাকিস্তানের মুখোমুখি হবে স্বাগতিক ইংল্যান্ড। নটিংহ্যামে ম্যাচটি শুরু হবে বিকাল সাড়ে ৩টায়। নিজেদের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে বিপর্যস্ত হলেও ইংল্যান্ডের বিপক্ষে জয় দিয়ে ঘুরে দাঁড়াতে চায় পাকিস্তান। আর দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে দেওয়া ইংল্যান্ড জয়ের ধারা অব্যাহত রেখে এগিয়ে যেতে চায়।
ইংলিশ কন্ডিশনে বড় রানের ম্যাচই প্রত্যাশা করছে ক্রিকেট ভক্তরা। এছাড়া সদ্য সমাপ্ত ৫ ম্যাচ সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে বেশ আত্মবিশ্বাসী ইংল্যান্ড। দুর্দান্ত ব্যাটিং, নিখুঁত বোলিং আর সুপার ফিল্ডিংয়ে সবার চেয়ে এগিয়ে ইংলিশরাই। বেন স্টোকস-আর্চাররা নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে পারলে জয় কঠিন হবেনা স্বাগতিকদের।
এদিকে প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে হারা পাকিস্তান ১৯৯২ সালের বিশ্বকাপকেই মনে করিয়ে দিল। সেইবার প্রথম ম্যাচে ক্যারিবীয়দের কাছেই ১০ উইকেটে হেরে বিশ্বকাপ শুরু করে। শেষ করে ট্রফি জিতে, ইমরানের অধিনায়কত্বে। এবারও কি সে রকমই কিছুর ইঙ্গিত দিচ্ছে সরফরাজের দল? এমন চিন্তা করলে, ইংল্যান্ডকে হারিয়ে নতুন করে শুরু করতে হবে পাকিস্তানকে।
ক্যারিবীয়দের কাছে হারলেও মোহাম্মদ আমির ২৬ রানে ৩ উইকেট নিয়ে সামর্থ্যরে প্রমাণ দিয়েছেন। বাদ পড়া আমিরই এখন পাকিস্তানের বোলিং ভরসা। আমিরের পাশাপাশি ব্যাটসম্যানরা জ্বলে উঠলে যে কোনও ফলাফলই সম্ভব পাকিস্তানের পক্ষে।
আগামী ৭ জুন শ্রীলংকার বিপক্ষে পাকিস্তান ও ৮ জুন বাংলাদেশের বিপক্ষে ইংল্যান্ড মাঠে নামবে।