ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

দিল্লির মেট্রো-বাসে নারীরা যাতায়াত করবেন বিনা খরচে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৪:৪২ পিএম, ৩ জুন ২০১৯ সোমবার

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ঘোষণা দিয়েছেন এখন থেকে দিল্লির নারীরা সরকারি মেট্রো ও বাসে বিনা খরচে যাতায়াত করতে পারবেন। সম্প্রতি লোকসভা নির্বাচনে আম আদমি পার্টিকে (আপ) সাতটি আসনেই হারতে হয়েছে।

কেজরিওয়াল জানিয়েছেন, এই সিদ্ধান্ত কার্যকর করতে দিল্লি সরকারের বার্ষিক ৭০০ কোটি টাকা খরচ পড়বে।

তিনি বলেন, যারা বিনামূল্যে টিকিট কিনতে চাইবেন, তাদের ভর্তুকি গ্রহণ করতে হবে। অনেক নারীই এই পরিবহনের খরচ বহন করতে সক্ষম। কাজেই যারা পারবেন, তারা যদি টিকিট কেনেন ও নিজেদের ভর্তুকি না নেন, তাহলে বাকিরা সুবিধা নিতে পারবেন।

দিল্লির মুখ্যমন্ত্রী জানান, সরকার দিল্লি মেট্রো ও পাবলিক বাসে নারীদের পরিবহনের সব খরচ বহন করবে।

তিনি বলেন, ‘‘দিল্লি একমাত্র সরকার, যারা সৎ। আপনার অর্থকে সুবিধাপ্রাপ্তিতে খরচ করছে। এবং তারপরেও লাভে চলছে।``

‘‘এই মুহূর্তে আমাদের সচেতনতা হল নারীদের নিরাপত্তা বিষয়ক। মেট্রো নিয়ে অনেক প্রশ্ন উঠছে। কিন্তু আমরা আপনাদের এই প্রস্তাবের প্রতিটি ধাপ সম্পর্কে জানাব।``

২০১৫ সাল থেকে দিল্লিতে ক্ষমতায় রয়েছে অরবিন্দ কেজরিওয়ালের দল আপ। এবারের লোকসভা নির্বাচনে সাতটি আসনের প্রতিটিতেই হারতে হয়েছে তাদের। বিজেপি সবক`টি আসনেই জয়লাভ করেছে। এর ফলে আগামী বছরের বিধানসভা নির্বাচনে আপ বিপদে পড়তে পারে, এই সম্ভাবনা দেখা দিয়েছে।

কেবল বিজেপিরই নয়, কংগ্রসের থেকেও পিছিয়ে পড়েছে আপ। নির্বাচনের ফলাফল থেকে দেখা যাচ্ছে, তারা প্রাপ্ত ভোটের হিসেবে তিন নম্বরে। নিঃসন্দেহে এটা তাদের পক্ষে যথেষ্ট উদ্বেগের।

গতবারের বিধানসভায় আপ গতবার ৭০টি আসনের মধ্যে ৬৭টিতে জয়লাভ করেছে।

তথ্যসূত্র: এনডিটিভি।

 

আই// এসএইচ/