ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১

বিএনপি এখন বিলুপ্তির পথে: তোফায়েল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৭:৪৬ পিএম, ৩ জুন ২০১৯ সোমবার | আপডেট: ০৮:৩৬ পিএম, ৩ জুন ২০১৯ সোমবার

ঐক্যহীনতায় বিএনপি এখন বিলুপ্তির পথে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলির সদস্য ও সাবেক বাণিজন্যমন্ত্রী তোফায়েল আহমেদ। সোমবার বেলা ১১টায় ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়ন পরিষদ মাঠে অসহায় দুঃস্থদের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তোফায়েল আহমেদ বলেন, বিএনপি নেতারা এখন একেক সময় একক রকম কথা বলছেন। তাদের মাঝে দ্বন্দ্ব এখন প্রকাশ্য। ৫ জন এমপি শপথ নিয়েছেন। আবার মহাসচিব শপথ না নেওয়ায় সংসদ সদস্যপদ বাতিল হয়েছে। ওই আসনে আবার উপনির্বাচন হবে। এখন আবার বিএনপি উপনির্বাচনে অংশগ্রহণ করবে। এভাবে রাজনৈতিকভাবে দেউলিয়া একটি দল কতদিন টিকে থাকবে সেটাই দেখার বিষয়।

তিনি বলেন, বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন। দেশের উন্নয়ন করতে পারেননি তিনি। আজকে আমরা গ্রামে গ্রামে বয়স্কভাতা, বিধবাভাতা, মুক্তিযোদ্ধাভাতা, প্রতিবন্ধীভাতাসহ বিভিন্ন ভাতা দেই। জেলেদের জন্য চাল দেই। এখন গ্রামে কোনো অভাব নেই।

ভোলায় প্রচুর প্রাকৃতিক সম্পদ আছে উল্লেখ করে তোফায়েল আহমেদ বলেন, শীঘ্রই ভোলা-বরিশাল ব্রিজ নির্মাণ করা হবে। এখানে শিল্প কলকারখানা গড়ে তোলা হবে। ভোলার ধনিয়ায় মেঘনার পাড়ে পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে। এখানে বিদেশিরা আসবে। ভোলা হবে দেশের শ্রেষ্ঠ জেলা।

সাবেক এ বাণিজ্যমন্ত্রী বলেন, বিএনপি নেতা মেজর হাফিজ পানিসম্পদমন্ত্রী ছিলেন, মোশারেফ হোসেন শাজাহান পানিসম্পদ প্রতিমন্ত্রী ছিলেন কিন্তু ভোলার নদী ভাঙনরোধে তারা কোনো কাজ করেননি। আমরা ভোলার নদীভাঙন রোধে ব্লকবাধ নির্মাণ করেছি। ভোলার নদী ভাঙনরোধে আরও সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি।

ধনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হারুণ অর রশিদ হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভোলা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মোমিন টুলু, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, ভাইস চেয়ারম্যান মো. ইউনূছ প্রমূখ।

এ ছাড়াও কাচিয়া, বাপ্তা, পূর্ব ইলিশা, পশ্চিম ইলিশা ইউনিয়নে কাপর ও লুঙ্গি বিতরণ করা হয়।

 

আই// এসএইচ/