এবার লক্ষ্য কিউই বধ
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১২:০৪ এএম, ৫ জুন ২০১৯ বুধবার
বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে কাল নিউজিল্যান্ডের বিপক্ষে লড়বে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে মিশন শুরু করা টাইগারদের লক্ষ্য এবার কিউই বধ। আর শ্রীলঙ্কাকে হারানো নিউজিল্যান্ডও জয়েই চোখ রাখছে।
লন্ডনে মাশরাফি-উইলয়ামসনের দিবা-রাত্রির ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায়।
ফেভারিট দক্ষিণ আফ্রিকাকে ২১ রানে হারিয়ে স্বপ্নের বিশ্বকাপযাত্রা শুরু বাংলাদেশের। ব্যাটিং বোলিং-ফিল্ডিং-সব বিভাগেরই সমন্বিত পারফরম্যান্সে ওভাল স্টেডিয়াম জুড়ে লাল-সবুজের পতাকা ওড়ে।
এবারো একই মাঠে প্রতিপক্ষ আরেক ফেভারিট নিউজিল্যান্ড। তবে প্রতিপক্ষ নিয়ে বাড়তি ভাবছে না সাকিব-মুশফিকরা। মাঠের পারফরম্যান্সকেই গুরুত্ব দিচ্ছে টাইগাররা। ছন্দে আছেন টপ এবং মিডল অর্ডার ব্যাটসম্যানরা। বোলিংয়ে ছন্দে ফিরেছেন মুস্তাফিজ। পরিকল্পনা অনুযায়ী খেলতে পারলে কিউই বধ কঠিন হবেনা।
টুর্নামেন্টের অন্যতম ফেভারিট নিউজিল্যান্ড। নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকার বিপক্ষে ১০ উইকেটের বড় জয়ে দারুন সূচনা কিউইদের। গতিময় উইকেটে দারুন সফল ট্রেন্ট বোল্ট কিংবা হেনরিদের নিয়ে জয়ের আশা করছেন কিউই অধিনায়ক উইলিয়ামসন। ব্যাটিংয়ে দলপতি ছাড়াও নিজেদের দিনে যে কোন প্রতিপক্ষের ত্রাস হতে পারেন গাপটিল-মুনরোরা। বাংলাদেশের বিপক্ষে জয়ের ব্যাপারে তাই আশাবাদী গত আসরের রানার্সআপরা।
ওয়ানডেতে দুই দলের এর আগের ৩৪ মোকাবেলায় বাংলাদেশের ১০ জয়ের বিপরীতে কিউইরা জিতেছে ২৪ বার।
বাংলাদেশ সম্ভব্য দল: মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস, মোহাম্মদ মিঠুন, মাহমুদুল্লাহ, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফ উদ্দিন, মোসাদ্দেক হোসেন, আবু জায়েদ রাহি, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান।
নিউজিল্যান্ড সম্ভব্য দল: কেন উইলিয়ামসন (অধিনায়ক), টম ব্লানডেল, ট্রেন্ট বোল্ট, কলিন ডি গ্র্যান্ডহোম, লোকি ফার্গুসন, মার্টিন গাপটিল, ম্যাট হেনরি, টম লাথাম, কলিন মুনরো, জেমস নিশাম, হেনরি নিকোলস, মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সাউদি ও রস টেইলর।