ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

বাংলাদেশের বিপক্ষে লড়তে মুখিয়ে আছি : টম ল্যাথাম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০১:৪৮ পিএম, ৫ জুন ২০১৯ বুধবার

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শ্বাসরুদ্ধকর ম্যাচে জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে টিম টাইগার। এবার সামনে আরেক শক্তিশালী দল নিউজিল্যান্ড। আজ বুধবার নিজেদের দ্বিতীয় ম্যাচে কিউইদের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। প্রথম ম্যাচে প্রোটিয়াদের বিরুদ্ধে ২১ রানে জয় পেয়ে ফুরফুরে মেজাজে সাকিব-তামিমরা।

অপরদিকে, দুর্দান্ত জয় দিয়ে আসর শুরু করেছে নিউজিল্যান্ডও। বৈশ্বিক টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকাকে বিধ্বস্ত করেছেন কিউইরা। নিজেদের ওপর আস্থা রেখে খেলতে নামবেন তারাও। তবে বাংলাদেশকে শক্ত প্রতিপক্ষই মনে করে নিউজিল্যান্ড।

নিউজিল্যান্ডের উইকেটরক্ষক-ব্যাটসম্যান টম ল্যাথাম মনে করেন মাশরাফি-সাকিবদের বিপক্ষে কঠিন চাপে থাকবে তার দল।

নিউজিল্যান্ডের এই বাঁ হাতি উইকেটরক্ষক-ব্যাটসম্যান মনে করেন বাংলাদেশ নিউজিল্যান্ডের জন্য বড় চ্যালেঞ্জই, ‘আমি নিশ্চিত বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি চ্যালেঞ্জিং হবে।’

ল্যাথামের মতে বাংলাদেশের বিপক্ষে তার দল যথেষ্ট চাপের মধ্যেই থাকবে। তিনি বলেন, ‘শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের যে পারফরম্যান্স, সেটি একেবারে আদর্শ পারফরম্যান্স। কিন্তু আমরা জানি বাংলাদেশের বিপক্ষে খেলাটা খুব সহজ হবে না। আমরা যথেষ্ট চাপের মধ্যে থাকব।’

ল্যাথাম আরও বলেন, ‘বাংলাদেশ আমাদের দিকে যতই চ্যালেঞ্জ ছুড়ে দিক আমরা সে ব্যাপারে প্রস্তুত। আমরাও চাই উল্টো তাদের চাপে ফেলতে। ম্যাচটি দুর্দান্ত হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আমরা বাংলাদেশের বিপক্ষে লড়তে মুখিয়েই আছি।’

এসএ/