ঢাকা, শনিবার   ১২ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২৭ ১৪৩১

আর্থসামাজিক উন্নয়নেও সম্প্রীতি জরুরি- রাষ্ট্রপতি (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:২৩ পিএম, ৫ জুন ২০১৯ বুধবার | আপডেট: ০৩:২৫ পিএম, ৫ জুন ২০১৯ বুধবার

 

রমজানের শিক্ষা কাজে লাগানো গেলে সমাজে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরো দৃঢ় হবে উল্লেখ করে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন- আর্থসামাজিক উন্নয়নেও সম্প্রীতি জরুরী। ঈদের সকালে বঙ্গভবনে সর্বস্তরের মানুষের সাথে শুভেচ্ছা বিনিময়ের সময় এই কথা বলেন তিনি৷

এ সময়, ইসলাম শান্তির ধর্ম জানিয়ে তিনি বলেন, ইসলামে বিদ্বেষ ও কূপমন্ডুকতার কোনো স্থান নেই। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। ক্যামেরায় ছিলেন তফসির হাসান।

টানা একমাস সিয়াম-সাধনা আর ইবাদতের পর মুসলিম সম্প্রদায়ের ঘরে এসেছে ঈদের আনন্দ।

অনাবিল খুশির এই দিনে উৎসবের আনন্দ ভাগ করে নিতে রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবনের দুয়ারও ছিলো সমাজের বিভিন্ন পেশার মানুষের জন্য উন্মুক্ত।

সকাল ১০ টার কিছু পরে, বঙ্গভবনে সপরিবারে দাঁড়িয়ে সমাজের সর্বস্তরের মানুষের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

শুভেচ্ছা জানানোর কাতারে ছিলেন ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, সরকারি-বেসরকারি-সামরিক উর্ধ্বতন কর্মকর্তাসহ নানা পেশার মানুষ।

শুভেচ্ছা বক্তব্যে রাষ্ট্রপতি বলেন- রমজানের সৌহার্দ্য ও সহমর্মিতার শিক্ষা কাজে লাগাতে হবে, ব্যাক্তি থেকে জাতীয় জীবন পর্যন্ত।