দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের সহজ জয়
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১১:৪৮ পিএম, ৫ জুন ২০১৯ বুধবার | আপডেট: ০১:১৮ পিএম, ৬ জুন ২০১৯ বৃহস্পতিবার
বিশ্বকাপে ভারত নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৬ উইকেটে জয় পেয়েছে। এদিন রোহিত শর্মা একাই করলেন ১২৬ রান ৷ এটি তার ২৩তম ওয়ান ডে সেঞ্চুরি৷ ৪৬ বলে ৩৪ রান করে আউট হলেন মহেন্দ্র সিং ধোনি ৷ মরিসের বলে কট অ্যান্ড বোল্ড হলেন তিনি ৷
ধাওয়ান-কোহলিকে তাড়াতাড়ি প্যাভিলিয়ানে ফিরালেও এদিন বিশেষ কিছুই করতে পারেননি দক্ষিণ আফ্রিকার বোলাররা৷
এর আগে প্রথম ইনিংসে বুমরাহের দুর্দান্ত বোলিংয়ে ভারতের বিরুদ্ধে বড় স্কোর গড়তে পারেনি দক্ষিণ আফ্রিকা। টাইটানিকের শহরে বিরাট কোহলিদের বোলিং তোপে ২২৭ রানে গুটিয়ে যায় প্রোটিয়ারা। তারা প্রথম পাওয়ার প্লে-তে (১০ ওভার) দু’ উইকেট হারিয়ে মাত্র ৩৪ রান তুলতে সক্ষম হয়।
কিন্তু শেষ দিকে ক্রিস মরিস ও কাগিসো রাবাদা’র ঝোড়ো ব্যাটিংয়ে দু’শো রানের গণ্ডি টপকায় দক্ষিণ আফ্রিকা। অষ্টম উইকেটে ৬৬ রান যোগ করেন দু’জনে। এটাই দক্ষিণ আফ্রিকা ইনিংসের সেরা পার্টনারশিপ৷
সাউদাম্পটনে ভারতের বিরুদ্ধে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত দক্ষিণ আফ্রিকা অধিনায়ক ফাপ ডু’প্লেসির৷ কিন্তু ৬ ওভারে মাত্র ২৪ রানে দুই ওপেনারকে হারায় দক্ষিণ আফ্রিকা। শুরু থেকেই ভারতীয় পেসারদের সামনে নাস্তানাবুদ হন প্রোটিয়া ওপেনাররা।
বিশেষ করে বুমরাহকে সামলাতে হিমশিম খায় প্রোটিয়া ব্যাটসম্যানরা। চতুর্থ ওভারেই হাশিম আমলাকে (৬) ড্রেসিংরুমের রাস্তা দেখান বুমরাহ। দ্বিতীয় স্লিপে আমলার ক্যাচ ধরেন রোহিত শর্মা। ষষ্ঠ ওভারের পঞ্চম বলে অপর ওপেনার কুইন্টন ডি’কককে (১০) আউট করেন বুমরাহ। তৃতীয় স্লিপে ডি’ককের ক্যাচ ধরেন ক্যাপ্টেন কোহলি৷
নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২২৭ রান তোলে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়া ইনিংসে সর্বোচ্চ স্কোর মরিসের। ৩২ বলে একটি বউন্ডারি ও দু’টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪২ রান করেন তিনি। ৩৫ বলে ৩১ রান করে অপরাজিত থাকেন রাবাদা। এছাড়া ক্যাপ্টেন ডুপ্লেসি ৩৮, ডেভিড মিলার ৩১ এবং ফেলুকাওয়ো ৩৪ রান করেন।
এমএইচ/