ঢাকা, মঙ্গলবার   ২৪ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ৯ ১৪৩১

রাজবাড়িতে হঠাৎ পদ্মা নদীতে ভাঙ্গন

প্রকাশিত : ১১:১৯ এএম, ৩ নভেম্বর ২০১৬ বৃহস্পতিবার | আপডেট: ১১:১৯ এএম, ৩ নভেম্বর ২০১৬ বৃহস্পতিবার

রাজবাড়িতে হঠাৎই ভাঙ্গন দেখা দিয়েছে পদ্মা নদীতে। গেলো কয়েকদিনে সদর উপজেলার বরাট ইউনিয়নে কয়েকটি গ্রামের ফসলী জমি নদী গর্ভে বিলীন হয়ে গেছে। হুমকিতে রয়েছে বসতবাড়ি ও শহর রক্ষা বাঁধ। এখনই ব্যবস্থা না নিলে হাজারো মানুষ হারাবে তাদের শেষ সম্বল। তাই স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন পদ্মাপাড়ের মানুষেরা। বর্ষা মৌসুমের শুরুতে পানি উন্নয়ন বোর্ড বরাট ইউনিয়নে অস্থায়ীভাবে কাজ শুরু করলে বন্ধ হয় ভাঙ্গন। কিন্তু সম্প্রতি আবারো পদ্মায় শুরু হয় তীব্র ভাঙ্গন। এরইমধ্যে ভাঙ্গনের কবলে পড়েছে ইউনিয়নের নয়নসুখ, লালগোলা, অন্তার মোড়, কাশিমনগরের প্রায় দেড় কিলোমিটার এলাকার ফসলী জমি। নদী যেভাবে ভাঙ্গছে এখনই ব্যবস্থা নেয়া না গেলে শিগগিরই স্রোতের তীব্রতা হামলে পড়বে শহররক্ষা বাঁধে। বছরের এ’সময় এমন পরিস্থিতিতে তাই সহায় হারানোর শঙ্কায় দিন কাটছে নদী পাড়ের মানুষগুলোর। ভাঙ্গন রোধে স্থায়ী সমাধানের তাগিদ দিলেন সংশ্লিষ্টরা। তবে ভাঙ্গন ঠেকাতে মজবুত বাঁধ নির্মাণের আশ্বাস দিলেন স্থানীয় সাংসদ। শুধু আশ্বাস নয় দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি নদী তীরবর্তী মানুষগুলোর।