ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১১ ১৪৩১

ঝাঁঝ বেড়েছে চীনা ও ইন্ডিয়ান আদার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:১৭ পিএম, ৭ জুন ২০১৯ শুক্রবার

ঈদকে ঘিরে রাজধানীর বাজারে বেড়েছে আদার ঝাঁঝ। প্রতিকেজি আদা ঈদের আগে রোজার সময়ের তুলনায় এখন ৫০ থেকে ৭০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। দাম বাড়ার এ তালিকায় আছে শুধু চীনা ও ভারতীয় আদা। দেশি আদা আগের দামেই বিক্রি হচ্ছে।

রাজধানীর কারওয়ান বাজার ঘুরে জানা যায়, পাইকারিভাবেই চীনা আদা কেজি প্রতি ৬০ থেকে ৭০ টাকা বেড়েছে, ভারতীয় আদা ৪০ থেকে ৫০ টাকা বেড়েছে এবং দেশি আদার দাম প্রায় একই আছে।

বাজারে প্রতি কেজি চীনা আদা ১৬০ টাকা, ইন্ডিয়ান আদা ১২০ থেকে ১৩০ টাকা, দেশি আদা ২০০ থেকে ২২০ টাকায় পাইকারি বিক্রি হচ্ছে। রমজানে চীনা আদা ৯০ থেকে ১০০ টাকা, ভারতীয় ৮০ থেকে ৯০ টাকা এবং দেশি আদা ১৯০ থেকে ২০০ টাকা কেজি বিক্রি হয়েছিল।

আদার বাড়তি দামের বিষয়ে আড়ৎদাররা বলেন, বাজারে ইন্ডিয়ান ও চীনা আদা আমদানি হচ্ছে না। ঈদের ছুটিতে ব্যাংক বন্ধ থাকার কারণে আমদানি সম্ভব হচ্ছে না। তাই বিদেশি আদার দাম বেড়ে গেছে। ঈদের পর আমদানি স্বাভাবিক হলে আদার দামও স্বাভাবিক হয়ে যাবে।

আরকে//