ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৫ ১৪৩১

বাগেরহাটে জমি সংক্রান্ত বিরোধে দিনমজুরকে গুলি

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ০৪:১১ পিএম, ৮ জুন ২০১৯ শনিবার

 

বাগেরহাটের শরণখোলায় জমি সংক্রান্ত বিরোধের এক দিনমজুরকে গুলি করার অভিযোগ উঠেছে।

শুক্রবার রাতে উপজেলার দক্ষিণ বাধাল গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে মো. রফিকুল ইসলাম (৪৮) নামে এক দিনমজুরকে গুলি করে বিরোধী পক্ষ। আহত রফিকুলকে উদ্ধার করে প্রথমে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

এ ঘটনায় শরণখোলা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন আহত মো. রফিকুল ইসলাম।

রফিকুল ইসলাম জানান, রাতে ঘরে আমি ঘুমিয়ে ছিলাম। দেড়টার দিকে ঘরের সামনে এসে কিছু লোক  থানা থেকে এসেছেন বলে বাইরে বের হওয়ার জন্য ঘরের দরজায় এসে ডাকাডাকি করেন। জানালা খুলে কে এসেছেন এমনটি দেখতে গেলে জানের পার গ্রামের নুর ইসলাম খানের ছেলে আশরাফুল খান তাকে গুলি করেন। এতে তার ডান পায়ের হাটুর একটু উপরে গুলি লাগে।

এ সময় আশরাফুলের সঙ্গে তার ভাই ফারুক খান, একই গ্রামের খালেক আকনের ছেলে শিপন আকন, নুর হাসান লিটন, শামীম আকনও ছিলেন।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলিপ কুমার সরকার বলেন, ‘আহত রফিকুল ইসলাম ও আশরাফুলদের মাঝে জমিজমা নিয়ে পূর্ব বিরোধ রয়েছে। আমরা রফিকুলের মাধ্যমে গুলির অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।’

এমএস//