বোল্ড হয়ে মাঠ ছাড়লেন জো রুট
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৬:১৫ পিএম, ৮ জুন ২০১৯ শনিবার
উদ্বোধনী জুটি ভাঙার পর মোহাম্মদ সাইফ উদ্দিনের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়লেন জো রুট। স্লোয়ার বল ঠিকমতো খেলতে পারেননি ইংল্যান্ডের এই টপ অর্ডার ব্যাটসম্যান। ব্যাটের কানা ছুঁয়ে বল এলোমেলো করে দেয় স্টাম্পস।
পরের বলে রিভিউ নিয়ে নতুন ব্যাটসম্যান জস বাটলারকে ফেরাতে চেয়েছিল বাংলাদেশ। বল ট্র্যাকিংয়ে দেখা যায় লেগ স্টাম্প মিস করতো বল। তাতে শেষ হয়ে যায় একমাত্র রিভিউ।
শেষ খবর পাওয়া পর্যন্ত- ৩৫.২ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ২৪২/৩।
শুরু থেকেই ফিল্ডিং ভালো হচ্ছে না বাংলাদেশের। বাজে এক ফিল্ডিংয়ের জন্য এবার বাউন্ডারি উপহার পেলেন জেসন রয়। পৌঁছে গেলেন বিশ্বকাপে নিজের প্রথম সেঞ্চুরিতে।
৯২ বলে ১২ চার ও ১ ছক্কায় বাংলাদেশের বিপক্ষে প্রথম ও ক্যারিয়ারের নবম সেঞ্চুরিতে পৌঁছান রয়। ৩৮ বলে ছুঁয়েছিলেন ফিফটি, পরের পঞ্চাশ এলো ৫৪ বলে।
এদিকে জনি বেয়ারস্টোকে ফিরিয়ে ইংল্যান্ডের শুরুর জুটি ভাঙেন মাশরাফি বিন মুর্তজা। দারুণ এক ক্যাচ নিয়ে তাতে বড় অবদান আছে মেহেদী হাসান মিরাজের।
ওপেনারের ব্যাটের কানায় লেগে কাভারে আসা ক্যাচ কিছুটা এগিয়ে ঝাঁপিয়ে মুঠোয় জমান মিরাজ। ভাঙে বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে যে কোনো উইকেটে ইংল্যান্ডের সেরা- ১২৮ রানের জুটি।
এসএ/