বাংলাদেশের সামনে রানের পাহাড়
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৭:২৬ পিএম, ৮ জুন ২০১৯ শনিবার | আপডেট: ০৯:১৩ এএম, ৯ জুন ২০১৯ রবিবার
বাংলাদেশের বিপক্ষে রানের পাহাড় গড়লো ইংল্যান্ড। জেসন রয়ের সেঞ্চুরি এবং জস বাটলার-জনি বেয়ারস্টোর ফিফটিতে বিশাল সংগ্রহ করেছে ইংলিশরা। ৫০ ওভারে তাদের সংগ্রহ ৬ উইকেটে ৩৮৬ রান।
শনিবার কার্ডিফের সোফিয়া গার্ডেনসে টসে জয়লাভ করে বাংলাদেশ। ফলে প্রথমে ব্যাটিংয়ে নামে স্বাগতিকরা। আর নেমেই উড়ন্ত সূচনা করে ইংল্যান্ড। উদ্বোধনী জুটিতে ১৯.১ ওভারে ১২৮ রান করেন দুই ওপেনার। এরপর মাশরাফি বিন মুর্তজার বলে মেহেদী হাসান মিরাজের দুর্দান্ত ক্যাচে পরিনত হন বেয়ারস্টো। তার আগে ৫০ বলে ৬টি চারের সাহায্যে ৫১ রান করেন তিনি।
এরপর তিনে ব্যাটিংয়ে নামা জো রুটের সঙ্গে জুটি বেঁধে ফের ৭৭ রান যোগ করেন জেসন রয়। এই জুটিতে সেঞ্চুরি করেন রয়। মোস্তাফিজুর রহমানকে বাউন্ডারি হাঁকানোর মধ্যে দিয়ে ৯২তম বলে শতরানের ম্যাজিক ফিগার স্পর্শ করেন রয়।
সেঞ্চুরির পর আগের চেয়েও বেশি আক্রমণাত্মক ব্যাটিং করেন জেসন রয়। ৩৫তম ওভারে মিরাজের প্রথম তিন বলে তিনটি ছক্কা হাঁকান এ ইংলিশ ওপেনার। চতুর্থ বলেও বাউন্ডারি হাঁকাতে গিয়ে মাশরাফির হাতে ক্যাচ তুলে দেন।
মিরাজের অফ স্পিনে বিভ্রান্ত হওয়ার আগে ১২১ বলে ১৪টি চার ও ৫টি ছক্কায় ১৫৩ রান করেন জেসন রয়। বিশ্বকাপে এটা তার প্রথম সেঞ্চুরি। তবে ওয়ানডে ক্রিকেটে ৭৯তম ম্যাচে এটা নবম শতক।
এদিকে, জেসন রয় ও বেয়ারস্টোর ফিরে গেলেও তাদের গড়ে দেওয়া ভিত্তির ওপর দাঁড়িয়ে ক্রিজে এসে ঝড় তোলেন গত ম্যাচের সেঞ্চুরিয়ান জস বাটলার। সাইফউদ্দিনের বলে সৌম্যের হাতে ধরা পড়ার আগে তার ব্যাট থেকে আসে ৪৪ বলে ব্যক্তিগত ৬৪ রানের দুর্দান্ত এক ইনিংস। এরপরও ঝড় থামেনি। শেষ দিকে ক্রিস ওকস ৮ বলে ১৮ রান এবং লিয়াম প্লাঙ্কেট ৯ বলে ২৭ রান করলে নির্ধারিত ৫০ ওভারে ইংল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ৩৮৬ রান।
বাংলাদেশের পক্ষে মিরাজ ও সাইফউদ্দিন দুটি করে এবং মাশরাফি ও মুস্তাফিজ একটি করে উইকেট নেন।
প্রসঙ্গত, কার্ডিফে বিশ্বকাপ ইতিহাসের রেকর্ড রান তাড়া করে জিততে হবে বাংলাদেশকে। জিততে হলে টাইগারদের করতে হবে ৩৮৭ রান।
ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে এর চেয়ে বেশি রান আছে কেবল একটি। ২০০৫ সালে নটিংহ্যামে ইংল্যান্ডই ৪ উইকেটে করেছিল ৩৯১ রান।
অপরদিকে এর আগে ২০১১ বিশ্বকাপে এই ইংল্যান্ডের বিপক্ষেই ৩২৯ রান তাড়া করে জিতে রেকর্ড গড়েছিল আয়ারল্যান্ড। আর বিশ্বকাপে বাংলাদেশের সর্বোচ্চ রান তাড়ার রেকর্ডটি ২০১৫ সালে। স্কটল্যান্ডের বিপক্ষে ৩২২ রান তাড়া করে জিতেছিল টাইগাররা।
বাংলাদেশ একাদশ :
তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি মুর্তজা (অধিনায়ক), মোস্তাফিজুর রহমান।
ইংল্যান্ড একাদশ :
জেসন রয়, জনি বেয়ারস্টো, জো রুট, এউইন মরগান (অধিনায়ক), বেন স্টোকস, জস বাটলার (উইকেটরক্ষক), ক্রিস ওকস, আদিল রশিদ, লিয়াম প্লাঙ্কেট, জোফরা আর্চার, মার্ক উড।
এসএ/