ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪,   বৈশাখ ৬ ১৪৩১

দার্শনিক সালাউদ্দিন লাভলু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৮ এএম, ৯ জুন ২০১৯ রবিবার

আবু হোসেন। অদ্ভুত সাজপোশাক তার। পুরাতন মডেলের একটি প্রাইভেট গাড়িতে করে এক মফস্বল শহরে প্রবেশ করেন তিনি। দেখলে মনে হবে এ যেনো এক ভ্রাম্যমাণ লাইব্রেরি। তার সঙ্গে রয়েছে রাজ্যের বইপত্র। তাকে দেখে উৎসুক জনতার ভিড়। সবার কাছে তিনি দার্শনিক আবু হোসেন নামে নিজের পরিচয় পেশ করেন।

এরপর বলেন, মানুষ আসলে দর্শনের সন্তান, তবে তার জাগতিক পিতা হলেন মরহুম আবু ইউসুফ সরদার। লোকজন তখন আবু ইউসুফ সরদারের হারিয়ে যাওয়া সন্তান আবু হোসেনকে চিনতে পারেন।

এমন একটি চরিত্রে হাজির হচ্ছেন অভিনেতা সালাউদ্দিন লাভলু। ‘দার্শনিক আবু হোসেন’ নামের নাটকটির গল্প ও চিত্রনাট্য মোহাম্মদ আলী ও প্রশান্ত অধিকারীর। এটি পরিচালনা করেছেন সাজ্জাদ সনি।

সালাউদ্দিন লাভলু ছাড়াও এতে আরও অভিনয় করেছেন তানজিকা আমিন, সুজাতা, ইক্তারুল প্রমুখ।

নাটকটি ঈদের ৫ম দিন আজ রোববার (৯ জুন) রাত ১১টা ৪৫ মিনিটে বাংলাভিশনে প্রচার হবে।

এসএ/