সনাতন ধর্মাবলম্বীদের উপর হামলার প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
প্রকাশিত : ০৬:১২ পিএম, ৩ নভেম্বর ২০১৬ বৃহস্পতিবার | আপডেট: ০৬:১২ পিএম, ৩ নভেম্বর ২০১৬ বৃহস্পতিবার
দেশের বিভিন্নস্থানে সনাতন ধর্মাবলম্বীদের উপর হামলার প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।
জেলা প্রশাসন কার্যালয় চত্বরে পূজা উদযাপন পরিষদ ও সনাতন যুব পরিষদ জেলা শাখার উদ্যোগে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন পূজা উদযাপন পরিষদ রাঙামাটি শাখার সভাপতি অমর কুমার দে। সমাবেশে বক্তারা ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের বিভিন্ন স্থানে পুরোহিত ও সেবায়েতদের হত্যা, প্রতিমা ভাংচুর এবং হিন্দুদের ঘরবাড়ীতে হামলার প্রতিবাদ জানান। এর আগে রাঙামাটি পৌরসভা চত্বর থেকে বিক্ষোভ-মিছিল বের হয়।