টেকনাফে ৫০ হাজার পিছ ইয়াবা উদ্ধার
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৬:১২ পিএম, ১০ জুন ২০১৯ সোমবার
কক্সবাজারের টেকনাফে মাদকজাত ট্যাবলেট (৫০ হাজার পিছ) ইয়াবা এবং দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে বডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার গভীর রাতে টেকনাফস্থ জাদিমোড়া এলাকা থেকে এ ইয়াবা ও অস্ত্র উদ্ধার করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দমদমিয়া বিওপি হতে একটি বিশেষ টহলদল দ্রুত জাদিমোড়াঘাট এলাকায় অবস্থান নেয়। গভীর রাতে কয়েকজন ব্যক্তিকে অন্ধকারে নাফ নদীর তীর হতে বাংলাদেশে প্রবেশ করতে দেখে বিজিবি। এ সময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা তাদের উপর অতর্কিতভাবে গুলি বর্ষণ করতে থাকে। এ সময় বিজিবি আত্মরক্ষার্থে কৌশলগত অবস্থান নিয়ে পাল্টা গুলি বর্ষণ করে।
উভয় পক্ষের গোলাগুলির মধ্যে পাচারকারীরা পালিয়ে যায়। এতে গুলিবিদ্ধ হয়ে ১ জন পাচারকারী নিহত হয়। পরে তার দেহ তল্লাশী করে হাতের সাথে বাঁধা অবস্থায় ৫০ হাজার পিছ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। এ ছাড়াও ঘটনাস্থল হতে ১ টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও ২ রাউন্ড খালী কার্তুজ উদ্ধার করা হয়। গোলাগুলিতে বিজিবি টহলদলের সিপাহী মো. নুরুল হক এবং সিপাহী মো. আরিফ হোসেন আহত হন।
এমএস/আরকে