ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪,   চৈত্র ১৪ ১৪৩০

মালিতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ওপর সন্ত্রাসী হামলায় নিহত ১০০

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৭ এএম, ১১ জুন ২০১৯ মঙ্গলবার

কেন্দ্রীয় মালির একটি গ্রামে ডোগন ক্ষুদ্র নৃগোষ্ঠীর ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে একশ’ জনের মতো নিহত হয়েছেন বলে জানা গেছে। হামলার পর এখনও ১৯ জন মানুষ নিখোঁজ রয়েছেন। ওই হামলায় গ্রামটির মাত্র ৫০ জন মানুষ রক্ষা পেয়েছেন। সহিংসতা ঠেকাতে ওই অঞ্চলে বিমান সহায়তা পাঠিয়েছে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী।

কর্তৃপক্ষ বলছে, মোবতি এলাকায় সানগা শহরের কাছে সোবামে দা গ্রামে ওই হামলার ঘটনা ঘটে। ওই গ্রামটিতে মাত্র ৩শ জনের মতো মানুষ বসবাস করত।

স্থানীয় বাসিন্দারা বলছেন, এখন পর্যন্ত ৯৫ জনের মরদেহ পাওয়া গেছে। এদের অনেকেরই শরীর পোড়া ছিল। এখনও নিহতদের খোঁজে কাজ চলছে।

মালিতে সম্প্রতি বেশ কয়েকটি হামলার ঘটনা ঘটেছে। এর কিছু হয়েছে গোষ্ঠীগত বিরোধের কারণে আবার কিছু ছিল জিহাদি গ্রুপের হামলা।

সূত্র : বিবিসি

এসএ/