ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪,   বৈশাখ ৬ ১৪৩১

মিশন শ্রীলঙ্কা

একাদশের পরিবর্তনে কে খেলছেন কে বাদ?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৮ এএম, ১১ জুন ২০১৯ মঙ্গলবার

ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন হওয়ার পর বিশ্বকাপের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছিল টাইগাররা। কিন্তু এরপর টানা দুই ম্যাচের পরাজয় টাইগার বাহিনীকে কিছুটা ব্যাকফুটে ফেলে দিয়েছে। তাই দলের মধ্যে চলছে নানা বিষয় নিয়ে কাটাছেঁড়া।

ব্যাটিংটা হয়ে যাচ্ছে ওয়ান ম্যান শো। দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যানরা রান পাচ্ছেন না। সাকিব-মুশফিককে বাদ দিলে অন্যরা দলকে সাপোর্ট দিতে পারছেন না।

বোলিংয়ের অবস্থাটা আরও ভয়াবহ। দলের স্ট্রাইক বোলার মাশরাফী প্রথম দুই ম্যাচে ১০ ওভারের কোটা শেষ করতে পারেননি। তৃতীয় ম্যাচে কোটা শেষ করলেও রান দিয়েছেন ৬৭। সাইফুদ্দিন তিন ম্যাচে ৬ উইকেট নিলেও রান দিয়েছেন বেশি। প্রথম ম্যাচে মোস্তাফিজকে সদর্পে দেখা গেলেও বাকি দুই ম্যাচে খুঁজে পাওয়া যায়নি। সাকিব-মিরাজ-মোসাদ্দেক ব্রেক থ্রু এনে দিচ্ছেন তবে রানও দিচ্ছেন প্রচুর।

নিজেদের চতুর্থ ম্যাচে টাইগারদের সামনে এবার শ্রীলঙ্কা। বিশ্বকাপের আসরে প্রথম উপমহাদেশের কোনো দলের সঙ্গে খেলতে নামছে বাংলাদেশ। ঘুরে দাঁড়ানোর জন্য লঙ্কানদের হারানো ছাড়া কোনো বিকল্প নেই।

এদিকে সাকিব চোট পেয়ে মাঠের বাইরে রয়েছেন। তাকে আজকের ম্যাচে হয়তো পাওয়া যাবে না। এ অবস্থায় কে আসবেন আর কে বাদ পড়বেন তা নিয়ে চলছে যোগবিয়োগ।

বাংলাদেশ যদি পরিবর্তন নিয়ে আসে তাহলে মোহাম্মদ মিথুনের বাদ পড়ার সম্ভাবনাই বেশি। সেক্ষেত্রে দলে ব্যাটসম্যান হিসেবে প্রবেশ করবেন লিটন। আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ বিবেচনায় নিলে লিটনের সম্ভাবনাই বেশি।

এ ছাড়া রুবেলেও দলের অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা আছে। শ্রীলঙ্কার বিপক্ষে তাকে একাদশে রাখতে পারে টিম ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে বাদ পড়তে পারেন মোসাদ্দেক হোসেন।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ :

তামিম ইকবাল, লিটন দাস, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান।

এসএ/