ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪,   চৈত্র ১৫ ১৪৩০

কর্মস্থলে ফেরা মানুষের প্রচণ্ড ভিড় ট্রেনগুলোতে (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১৪ পিএম, ১১ জুন ২০১৯ মঙ্গলবার | আপডেট: ০২:৩০ পিএম, ১১ জুন ২০১৯ মঙ্গলবার

ময়মনসিংহে ঈদ শেষে কর্মস্থলে ফেরা মানুষের প্রচণ্ড ভিড় ট্রেনগুলোতে। টিকেট কেটেও ভিড়ের কারণে অনেকেই ট্রেনে উঠতে পারছেন না। জীবনের ঝুঁকি নিয়ে ভ্রমণ করছেন ছাদে। যাত্রা নির্বিঘ্ন করতে ছুটি বাতিলসহ তৎপরতা বাড়িয়েছে রেলওয়ে পুলিশ।

ট্রেনে নেই তিল ধারণের ঠাঁই। জীবনের ঝুঁকি নিয়ে তাই নারী, শিশুসহ যাত্রীদের উঠতে হয় ছাদে। জানালা দিয়েও অনেকে ঢুকেছেন ভেতরে। খালি নেই ঝুকিপূর্ণ ইঞ্জিনও।

ভিড়ের কারণে অনেকে টিকেট কেটেও উঠতে পারেননি ট্রেনে। অসহনীয় অবস্থার কারণে উঠেও নেমে যেতে বাধ্য হয়েছেন অনেকে।

যাত্রীদের নিরাপত্তায় কাজ করছে রেলওয়ে পুলিশ।

ময়মনসিংহ রেলওয়ে জংশন থেকে ঢাকাসহ বিভিন্ন রুটে প্রতিদিন ১০টি আন্তঃনগরসহ ২৪টি ট্রেন যাতায়াত করে।

বিস্তারিত দেখতে ভিডিও দেখুন :

 

এসএ/