ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪,   চৈত্র ১৫ ১৪৩০

রিটেইল সাপ্লাই চেইন ব্যবস্থাকে নিরাপদ করছে ওরাকল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৩ পিএম, ১২ জুন ২০১৯ বুধবার

খুচরা বিক্রয় শিল্পকে আগের চেয়ে আরও নিরাপদ ও স্বচ্ছ করেছে ওরাকল। বিনিময় দাখিল, গণনা ও সমস্ত প্রক্রিয়া একীভূতকরণের নতুন সব প্রযুক্তি নিয়ে খুচরা বিক্রেতাদের কাঁচামাল ও পণ্যের গুণগত মান নিশ্চিতকরণ, ভোক্তা অভিজ্ঞতার উন্নতি ও ব্র্যান্ডের নিরাপত্তা নিশ্চিতে  সহায়তা করে যাচ্ছে ওরাকল রিটেইল ব্র্যান্ড কমপ্লায়েন্স ম্যানেজমেন্ট ক্লাউড সার্ভিস। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানা যায়, ২০১৬ সালে আমেরিকায় লিস্টেরিওসিস নামে খাবারের মাধ্যমে সংক্রমিত একটি জীবনঘাতী ইনফেকশন ছড়িয়ে পড়ে যা বিভিন্ন নামী ব্র্যান্ডের গ্রোসারি চেইন শপগুলোর উপর ব্যাপক প্রভাব ফেলে। এক উৎস হতে দূষিত বরফজাত সবজি ও ফল ৪২ টি ব্যান্ডের বিভিন্ন চেইন শপে ভোক্তা পণ্য হিসেবে লিপিবদ্ধ হয়। ওরাকল রিটেইল ব্র্যান্ড কমপ্লায়েন্স ম্যানেজমেন্ট ক্লাউড সার্ভিস ব্যবহার করে একটি নামী কোম্পানি সেই দূষিত পণ্যটি চিহ্নিত করে। পরে তারা গ্রাহকের সাথে যোগাযোগ করে এবং পণ্যটি সম্পর্কে সতর্ক করতে সমর্থ হয়।

ওরাকল রিটেইল ব্র্যান্ড কমপ্লায়েন্স বিশ্বের অন্যতম সর্বাধিক গৃহীত ব্র্যান্ড ব্যবস্থাপনা সলুসন্স যা বর্তমানে সবধরনের বেসরকারী প্রতিষ্ঠানের কমপ্লায়েন্স এবং টেকনিক্যাল পোর্টালের দুই-তৃতীয়াংশকে প্রতিনিধিত্ব করে। এটি প্রতিষ্ঠানের সকল অডিট, এক্রেডিটেশন এবং সার্টিফিকেটের সত্যতা প্রদান করে। বর্তমানে ওরাকল রিটেইল ব্র্যান্ড কমপ্লায়েন্স কমিউনিটি ২ লাখ ৫০ হাজারেরও বেশি সরবরাহকারীদের ৭ লাখ ৫০ হাজারেরও বেশি ভোগ্যপণ্যের প্রতিনিধিত্ব করে। 

এমএস/