ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১২ ১৪৩১

বাজেটে অপরিবর্তিত থাকছে ব্যক্তিশ্রেণীর করহার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:০২ পিএম, ১৩ জুন ২০১৯ বৃহস্পতিবার

নতুন অর্থবছরের বাজেট ঘোষণা করেছে সরকার। এতে সাধারণ শ্রেণীর করদাতাদের জন্য করসীমার কোনো পরিবর্তন হচ্ছে না। অর্থাৎ আগের অর্থবছরের মতোই থাকছে করহার।

এবারের বাজেটে সাধারণ করদাতাদের ক্ষেত্রে করমুক্ত আয়ের সীমা আড়াই লাখ টাকাই থাকছে। আড়াই লাখের পর প্রথম ৪ লাখ টাকার জন্য ১০ শতাংশ, পরবর্তী ৫ লাখ টাকার জন্য ১৫ শতাংশ, এর পরের ৬ লাখ টাকার জন্য ২০ শতাংশ, আর পরবর্তী ৩০ লাখ টাকা পর্যন্ত মোট আয়ের ওপর ২৫ শতাংশ এবং অবশিষ্ট মোট আয়ের ওপর ৩০ শতাংশ হারে করহার বহাল থাকছে।

পাশাপাশি করমুক্ত আয়ের সীমাও আগের মতই আছে। সাধারণ করদাতা ২ লাখ ৫০ হাজার, মহিলা ও ৬৫ বছর বা তদুর্ধ্ব বয়সের ৩ লাখ, প্রতিবন্ধী ব্যক্তির ৪ লাখ, গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধার ৪ লাখ ২৫ হাজার।

বিশেষ কর তথা তামাকজাত দ্রব্যেও করহার আগের মতোই রাখা হয়েছে। সিগারেট, জর্দা, গুলসহ সকল তামাকজাতপণ্য প্রস্তুতকারী ব্যবসা হতে অর্জিত আয় ধরা হয়েছে ৪৫ শতাংশ, বাংলাদেশে অনিবাসী (অনীবাসী বাংলাদেশি ব্যতীত) এরুপ ব্যক্তি শ্রেণিভুক্ত করদাতার থেকে আয় ধরা হয়েছে, ৩০ শতাংশ এবং নিবন্ধিত সমবায় সমিতির অর্জিত আয় ধরা হয়েছে ১৫ শতাংশ।

এরআগে মন্ত্রিসভা ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের অনুমোদন দেয়। বাজেট ঘোষণার আগে দুপুর ১টার একটু পর জাতীয় সংসদ ভবনে বিশেষ বৈঠকে মন্ত্রিসভা এ অনুমোদন দেয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে মন্ত্রিসভার এ বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়।

অসুস্থ থাকার কারণে আসতে দেরি হওয়ায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালকে ছাড়াই মন্ত্রিসভার বৈঠক শুরু হয়। পরে অর্থমন্ত্রী অ্যাপোলো হাসপাতাল থেকে সরাসরি বৈঠকে যোগ দেন। এর আগে দুপুর পৌনে ১টার দিকে জাতীয় সংসদের অধিবেশনে যোগদান জন্য গুলশানে তার নিজ বাসা থেকে রওনা দেন।

বাংলাদেশেল ৪৭ তম, অর্থমন্ত্রী হিসেবে আ হ ম মুস্তফা কামালের প্রথম আর আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের টানা একাদশ বাজেট। আগামী ৩০ জুন এই বাজেট পাস হবে। ১ জুলাই থেকে শুরু হবে নতুন অর্থবছর।

অর্থমন্ত্রীর ভাষায় এটি হচ্ছে ‘স্মার্ট’বাজেট। অর্থমন্ত্রী তার জীবনের প্রথম বাজেটের শিরোনাম করেছেন ‘সমৃদ্ধির সোপানে বাংলাদেশ, সময় এখন আমাদের’।

এ বছর বাজেটের আকার দাঁড়িয়েছে ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকা।

আই//টিআই