তৃতীয়বারের মতো শীর্ষ করদাতা হাকীমপুরী জর্দার কর্ণধার মোহাম্মদ কাউছ মিয়া
প্রকাশিত : ১২:১৮ পিএম, ৪ নভেম্বর ২০১৬ শুক্রবার | আপডেট: ১২:৩৪ পিএম, ৪ নভেম্বর ২০১৬ শুক্রবার
দেশের নামী প্রতিষ্ঠান ও ব্যবসায়ীদের পেছনে ফেলে টানা তৃতীয়বারের মতো শীর্ষ করদাতার স্থান দখল করেছেন হাকীমপুরী জর্দার কর্ণধার মোহাম্মদ কাউছ মিয়া। ব্যবসায় অর্জিত অর্থের স্বচ্ছতা রাখতে ৬৬ বছর ধরেই কর দিয়েছেন তিনি। পঞ্চাশের দশকে মায়ের দেয়া মাত্র আড়াই হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করেন কাউছ মিয়া। পরিশ্রম, একাগ্রতা এবং সততার গুণে তিনি আজ প্রতিষ্ঠিত ব্যবসায়ী।
হাজী মোহাম্মদ কাউছ মিয়া। বয়স ৮৬ বছর। পুরান ঢাকার বেচারাম দেউরির এই ভবনটিতে গড়ে তুলেছেন হাকীমপুরী জর্দা তৈরির প্রতিষ্ঠান।
পঞ্চাশের দশকে মায়ের দেয়া আড়াই হাজার টাকা নিয়ে শুরু করেন ব্যবসা। শুরু থেকেই সাফল্য পেয়েছেন তিনি। ধারাবাহিকতা রেখেছেন ৬৬ বছর। এক ব্যবসার লাভের অর্থ দিয়ে শুরু করেছেন অন্য ব্যবসা। এভাবে বাড়িয়ে চলেছেন সম্পদ।
চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর গ্রামে ১৯৩১ সালের ২৬ আগস্ট জন্মগ্রহণ করেন তিনি। বাবা আব্বাস আলী মিয়া ও মা ফাতেমা খাতুন। প্রথম বিশ্বযুদ্ধের অস্থিরতায় নবম শ্রেণীর পর পড়াশুনা আর এগোয়নি। নারায়ণগঞ্জে বিভিন্ন পণ্যের মজুত ব্যবসায় সাফল্য পান শুরুতেই। পরে চলে আসেন পুরান ঢাকায়।
শীর্ষ করদাতা হিসেবে নিজেকে গর্বিত মনে করেন কাউছ মিয়া। তার কথা, নিজের কাজের প্রতি সৎ থাকলে যেকোন লক্ষ্য অর্জন সম্ভব।