ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৭ ১৪৩১

সাংবাদিক হাবিবুর রহমান মিলনের মৃত্যুবার্ষিকী আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫২ এএম, ১৪ জুন ২০১৯ শুক্রবার

একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক ও কলামিস্ট হাবিবুর রহমান মিলনের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ। তিনি ২০১৫ সালের আজকের এ দিনে ৭৬ বছর বয়সে মৃত্যুবরণ করেন।

হাবিবুর রহমান ১৯৩৯ সালের ২৩ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়ায় জন্মগ্রহণ করেন।

তিনি প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) চেয়ারম্যান ও দৈনিক ইত্তেফাকের উপদেষ্টা সম্পাদক ছিলেন। ১৯৬৩ সালে দৈনিক সংবাদের মাধ্যমে সাংবাদিকতা জীবন শুরু। সেই সময় ‘ভীমরুল’ ছদ্মনামে তার লেখা কলাম ব্যাপক পাঠকপ্রিয়তা পায়।

আশি ও নব্বইয়ের দশকে ‘সন্ধানী’ ছদ্মনামে ইত্তেফাকে তার নিয়মিত কলাম ‘ঘরে বাইরে’ ছিল অত্যন্ত জনপ্রিয়। তিনি ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য ছিলেন।

এসএ/