সেপটিক ট্যাংকে পড়ে সাভারে ২ শ্রমিকের মৃত্যু
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১০:৩১ এএম, ১৪ জুন ২০১৯ শুক্রবার
সাভারে একটি নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে পড়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় সাভারের মজিদপুর এলাকার জাহাঙ্গীর আলমের নির্মাণাধীন বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহতের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনার পর থেকে পলাতক রয়েছেন বাড়ির মালিক জাহাঙ্গীর আলম।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল থেকে পাঁচজন শ্রমিক ওই বাড়িতে কাজ করছিলেন। হঠাৎ তাদের একজন সেপটিক ট্যাংকের ভিতর থেকে একটি বাঁশ ওঠাতে গেলে বিষাক্ত গ্যাসে তার দম বন্ধ হয়ে মৃত্যু হয়। পরে আরেক শ্রমিক তাকে উদ্ধারে সেপটিক ট্যাংকে নামলে তিনিও বিষাক্ত গ্যাসে দম বন্ধ হয়ে মারা যান।
পরে খবর পেয়ে সন্ধ্যায় ফায়ার সার্ভিস সদস্যরা তাদের লাশ উদ্ধার করে।
সাভার মডেল থানার এসআই আবু সাঈদ পিয়াল বলেন, ‘ঘটনার পর থেকে আরও তিনজন নির্মাণ শ্রমিক ও বাড়ির মালিক জাহাঙ্গীর আলম পলাতক রয়েছেন।’
নিহতের মরদেহ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরিচয় নিশ্চিত হলে স্বজনদের হাতে তুলে দেয়া হবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
আই//