ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৫ ১৪৩১

হিলিতে কয়লার পর এবার লোহার খনি আবিস্কার

হিলি প্রতিনিধি :

প্রকাশিত : ০২:৩৬ পিএম, ১৪ জুন ২০১৯ শুক্রবার | আপডেট: ০২:৪৬ পিএম, ১৪ জুন ২০১৯ শুক্রবার

দিনাজপুরের হিলিতে কয়লার পর এবার লোহার খনি আবিস্কারের সম্ভাবনা দেখা দিয়েছে। সম্ভবতা যাচাইয়ে এরইমধ্যে ভূতাত্বিক জরিপ অধিদপ্তর খনন কাজ শুরু করেছে। পাওয়া গেছে লোহাজাতীয় আকরিক। যা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে।

হিলির মুর্শিদপুর গ্রামে খনিজ সম্পদ অনুসন্ধানে ২০১৩ সাল থেকে জরিপ চালাচ্ছে ভূতাত্বিক জরিপ অধিদপ্তর জিএসবি। সেখানে কয়লার পর এবার পাওয়া গেলো লোহার খনি সম্ভাবনা।

১৯ এপ্রিল থেকে দ্বিতীয় পর্যায়ের জরিপ কার্যক্রম শুরু হয়। জিএসবির ৩০ সদস্যের একটি দল খনন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। ধাতব খনিজ সম্পদের মজুদ, এর বিস্তৃতি এবং অর্থনৈতিক সম্ভাব্যতা যাচাই চলবে কয়েক মাস। ড্রিলিং-য়ে মাত্র ১হাজার ৪শ ৩৩ ফুট গভীরতায় ধাতব আকরিক পাওয়া গেছে।

লোহা জাতীয় খনির সন্ধান আশানুরুপ হবে বলে প্রত্যাশা ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের।

স্থানীয় বাসিন্দারা বলছেন, নতুন খনি পাওয়া গেলে উন্নয়ন হবে।

এরআগে হিলির নবাবগঞ্জ ও দিঘিপাড়ায় কয়লার খনির সন্ধান পায় ভূতাত্তিক অধিদপ্তর।

বিস্তারিত দেখুন ভিডিওতে :


এসএ/