ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

টস জিতে ফিল্ডিংয়ে স্বাগতিক ইংল্যান্ড

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:৪৬ পিএম, ১৪ জুন ২০১৯ শুক্রবার | আপডেট: ০৪:০৬ পিএম, ১৪ জুন ২০১৯ শুক্রবার

বিশ্বকাপে ১৯ তম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড। সাউদাম্পটনে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় ম্যাচটি শুরু হয়।

এখন পর্যন্ত দুই দলই তিনটি করে ম্যাচ খেলেছে। দুই জয় ও একটি পরাজয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে রয়েছে ইংলিশরা। অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজের একটি জয়, একটি পরাজয় ও একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। ৩ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে রয়েছে তারা।

ফর্মের বিচারে এগিয়ে স্বাগতিকরা। তবে ইংল্যান্ডের ব্যাটসম্যানরা দারুণ ছন্দে থাকলেও ২২ গজে ঝড় তোলার অপেক্ষায় গেইল, হোপ হেটমেয়ার, অ্যান্ড্রু রাসেলরা।

প্রথম ওয়ানডেতে দল হিসেবে টানা সাত ম্যাচে তিন শতাধিক রানের দলীয় সংগ্রহের রেকর্ড এখন ইংলিশদের দখলে। দুশ্চিন্তা ছিল জশ বাটলারের ইনজুরি নিয়ে। ইনজুরি কাটিয়ে দলে ঢুকেছেন তিনি।

বিশ্বকাপে আগের ৬ দেখায় টানা ৫ ম্যাচে ক্যারিবীয়দের হারিয়েছে ইংল্যান্ড। আজ সেই ধারাবাহিকতা রাখতে চায় ইংলিশরা।

তবে ১৯৭৯ বিশ্বকাপে ইংল্যান্ডের মাটিতেই লর্ডসে জিতেছিল ক্যারিবীয়রা। সেই ইতিহাস ফিরিয়ে আনতে চায় ওয়েস্ট ইন্ডিজ।

ইংল্যান্ডের একাদশ :

জেসন রয়, জনি বেয়ারস্টো, জো রুট, ইয়ান মরগান (অধিনায়ক), জস বাটলার (উইকেটরক্ষক), বেন স্টোকস, আদিল রশিদ, ক্রিস ওকস, জোফরা আর্চার,   লিয়াম প্লাঙ্কেট ও মার্ক উড।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ :

ক্রিস গেইল, ইভিন লুইস, শাই হোপ (উইকেটরক্ষক), নিকোলাস পুরান, সিমরন হেটমায়ার, আন্দ্রে রাসেল, জেসন হোল্ডার (অধিনায়ক), কার্লোস ব্র্যাথওয়েট, শ্যানোন গ্যাবরিল, শেল্ডন কটরেল ও ওশানে থমাস।

আই//