ঢাকা, শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১ ১৪৩১

সৌদি বিমানবন্দরে ইয়েমেনিদের ড্রোন হামলা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:১৬ পিএম, ১৪ জুন ২০১৯ শুক্রবার

ইয়েমেনের সামরিক বাহিনী আবারও সৌদি আরবের আবহা বিমানবন্দরে হামলা চালিয়েছে। ইয়েমেনি সেনাবাহিনী জানায়, আজ শুক্রবার ভোরে সৌদি আরবের আবহা বিমানবন্দরে এ ড্রোন হামলা চালানো হয়েছে। ওই হামলার পর বিমানবন্দরের কার্যক্রম বন্ধ রাখা হয় বলে জানা যায়।

সৌদি নেতৃত্বাধীন যৌথ বাহিনীর একজন মুখপাত্র জানিয়েছে, তারা আজ পাঁচটি ড্রোন হামলা প্রতিহত করেছে।

এর আগে গত বুধবার আবহা বিমানবন্দরে ক্রুজ ক্ষেপণাস্ত্রের সাহায্যে হামলা চালিয়েছিল ইয়েমেনি বাহিনী। ওই হামলার পর ইয়েমেনি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেছিলেন, সৌদি আরবের আবহা বিমানবন্দরে আমেরিকার যে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা রয়েছে তা ইয়েমেনের ক্রুজ ক্ষেপণাস্ত্র ঠেকাতে পারেনি।

ওই ক্ষেপণাস্ত্রের আঘাতে আবহা বিমানবন্দরের পর্যবেক্ষণ টাওয়ার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। আবহা বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলার কথা স্বীকার করে সৌদি আরব বলেছিল, সেখানে অন্তত ২৬ জন আহত হয়েছে।

ইয়েমেনের সামরিক বাহিনী বলেছে, সৌদি নেতৃত্বাধীন আরব জোট যে আগ্রাসন চালাচ্ছে তার জবাবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে এ হামলা চালানো হয়েছে।

এনএম//আরকে