ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

আওয়ামী লীগ কার্যালয়ে বোমা হামলার ১৮ বছরেও শেষ হয়নি বিচার (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৭ পিএম, ১৫ জুন ২০১৯ শনিবার

 

নারায়নগঞ্জে আওয়ামী লীগ কার্যালয়ে বোমা হামলার ১৮ বছর পরও শেষ হয়নি বিচার প্রক্রিয়া। ওই ঘটনায় নিহতদের স্বজনরা হাতাশ, ক্ষুব্দ। আহতদের দিন কাটছে অভাব-অনটনে। 

২০০১ সালের ১৬ জুন। নগরীর  চাষাঢ়ায় আওয়ামীলীগ অফিসে শক্তিশালী বোমা হামলায়  প্রাণ হারান ৪ নারীসহ ২০ জন । আহত হন সংসদ সদস্য শামীম ওসমানসহ অর্ধশতাধিক নেতাকর্মী। এদের অনেকেই চিরতরে পঙ্গু হয়ে গেছেন।

বোমা হামলার পরদিনই তখনকার শহর আওয়ামী লীগের সাধারন সম্পাদক এডভোকেট খোকন সাহা বাদী হয়ে হত্যা এবং বিস্ফোরক আইনে দু’টি মামলা দায়ের করেন।

বিএনপি সরকার গঠনের পর বোমা হামলায় নিহত হালিমা বেগমের ছেলে কালাম বাদী হয়ে শামীম ওসমান ও তার দুই ভাইসহ বেশ কয়েকজনকে আসামী করে মামলা দায়ের করেন। তবে উচ্চ আদালতে মামলাটি খারিজ হয়ে যায়।

তদন্ত শেষে ঘটনার ২ বছর পর বিস্ফোরক মামলায় ২৭ জন এবং ১৩ বছর পর হত্যা মামলায়  ২২ জনকে আসামী করে  চার্জশিট দেন তদন্ত কর্মকর্তা। আসামিদের বর্তমানে ১০ জন কারাগারে আছেন। দুইজন আছেন জামিনে।

মামলা দু’টি বর্তমানে নারায়ণগঞ্জ জেলা জজ আদালতে বিচারাধীন আছে।

এদিকে, এখনো সকল আসামি গ্রেফতার না হওয়ায় শঙ্কিত নিহতের স্বজনরা ।

মামলাটি দ্রুত নিস্পত্তি এবং দোষীদের সর্বোচ্চ সাজার দাবিও জালিয়েছেন তারা।