বিভিন্ন পদে ১৪৭ জনকে নিয়োগ দিবে সমরাস্ত্র কারখানা
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৩:৪১ পিএম, ১৫ জুন ২০১৯ শনিবার
বিভিন্ন পদে ১৪৭ জনকে নিয়োগ দিবে সমরাস্ত্র কারখানা
১. অফিস সুপারিনটেনডেন্ট : নিয়োগ পাবেন ১ জন। যোগ্যতা : কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা বোর্ড হতে দ্বিতীয় বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার পরিচালনায় বাস্তব অভিজ্ঞতাসহ তিন বছরের চাকরি সনদ।
২. সিনিয়র সহকারী : ১ জন নিয়োগ পাবেন। যোগ্যতা : কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা বোর্ড হতে দ্বিতীয় বিভাগে স্নাতকসহ কম্পিউটারে টাইপিং গতি প্রতি মিনিটে বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ২৫ ও ৩০ শব্দ। কম্পিউটারে ব্যবহারিক জ্ঞানসম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার প্রদান করা হবে।
৩. স্টোনো টাইপিস্ট কাম পিএ : ১ জন নিয়োগ পাবেন। যোগ্যতা : কোন স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হতে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণসহ সাঁটলিপিতে প্রতি মিনিটে গতি ইংরেজিত ৮০ এবং বাংলায় ৬০ এবং কম্পিউটারে টাইপিং গতি ইংরেজিতে ৩০ এবং বাংলায় ২৫। কম্পিউটারে ব্যবহারিক জ্ঞানসম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেয়ো হবে।
৪. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক : নিয়োগ পাবেন ১৬ জন। যোগ্যতা : উচ্চ মাধ্যমিক বা সমমানের শিক্ষাগত যোগ্যতা এবং প্রতি মিনিটে কম্পিউটারে টাইপিং-এ বাংলায় ২০ এবং ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে।
৫. গোডাউন কিপার : ৪ জন নিয়োগ পাবেন। যোগ্যতা : কোন স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হতে হবে।
৬. ড্রাইভার : নিয়োগ পাবেন ৫ জন। যোগ্যতা : কোন স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং ভারী যানবাহন চালনার লাইসেন্সপ্রাপ্ত হতে হবে। সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত প্রার্থীকে অগ্রাধিকার দেয়া হবে।
৭. মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট : ১ জন নিয়োগ পাবেন। যোগ্যতা : কোন স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পেশাগত (ফার্স্ট এইড) জ্ঞান সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেয়া হবে।
৮. জুনিয়র-টেকনিশিয়ান : নিয়োগ পাবেন ২৪ জন। যোগ্যতা : কোন স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ স্বীকৃত কোন ইনস্টিটিউট হতে কোন কারিগরি বিষয়ে সার্টিফিকেট প্রাপ্ত হতে হবে।
৯. নিরাপত্তা কর্মী : ১ জন নিয়োগপ্রাপ্ত হবেন। যোগ্যতা : কোন স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
১০. টেকনিক্যাল হেলপার : নিয়োগ পাবেন ৭৭ জন। যোগ্যতা : কোন স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
১১. আর্দালী : ৩ জন নিয়োগ পাবেন । যোগ্যতা : কোন স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
১২. দারোয়ান/গেইট গার্ড : ৪ জন নিয়োগ পাবেন : যোগ্যতা : কোন স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং শারীরিক উচ্চতায় আপনাকে ১.৬৭৬ মিটার অর্থাৎ ৫ ফিট ৬ ইঞ্চি হতে হবে। অপসরপ্রাপ্ত সামরিক/আধা-সামারিক বাহিনীর প্রার্থীকে অগ্রাধিকার প্রদান করা হবে।
১৩. মালী : ২ জন নিয়োগ পাবেন। যোগ্যতা : অষ্টম শ্রেণী উত্তীর্ণ হতে হবে। উদ্যান বা বাগান পরিচর্যার কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার প্রদান করা হবে।
১৪. লেবার : ৫ জন নিয়োগপ্রাপ্ত হবেন। যোগ্যতা : অষ্টম শ্রেণী উত্তীর্ণ হতে হবে।
১৫. ক্লিনার : ২ জন নিয়োগ পাবেন। যোগ্যতা : অষ্টম শ্রেণী উত্তীর্ণ হতে হবে।
আবেদনের সময়সীমা : আগ্রহী প্রার্থীর আবেদন পত্র ১৭ জুলাই ২০১৯ বিকেল ৫টার মধ্যে পৌঁছাতে হবে।
বিস্তারিত বিজ্ঞপ্তিতে-
এএইচ/টিআর