পাক-ভারত ম্যাচে বৃষ্টির শঙ্কা, ক্ষতি হবে দেড়শ কোটি টাকা!
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১১:০৫ এএম, ১৬ জুন ২০১৯ রবিবার | আপডেট: ০৩:১৪ পিএম, ১৬ জুন ২০১৯ রবিবার
বৃষ্টির জন্য এবারের বিশ্বকাপে এখনও পর্যন্ত চারটি ম্যাচ ভেস্তে গেছে। এমন অবস্থায় ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচ নিয়েও প্রশ্ন উঠেছে। আর কয়েকঘণ্টা পর ম্যানচেস্টারে ভারত-পাকিস্তান মহারণ। কিন্তু ম্যানচেস্টারের আকাশে কালো মেঘে। তাই সমর্থকদের কপালে চিন্তার ভাঁজ দেখা দিয়েছে।
বিশ্বকাপের সব চেয়ে উত্তেজক ম্যাচ বৃষ্টির জন্য বিঘ্নিত হতেই পারে। ভারত-পাকিস্তান ম্যাচ বাতিল হলে প্রায় ১৪০ কোটি টাকা ক্ষতির মুখে পড়তে হবে স্টার স্পোর্টস-কে। স্টার স্পোর্টস-এ বিজ্ঞাপন দেওয়া সংস্থাগুলোকেও বড়সড় ক্ষতির মুখে পড়তে হতে পারে।
দুই প্রতিবেশি দেশের ক্রিকেট-যুদ্ধ বাতিল হয়ে গেলে মাথায় হাত পড়বে আয়োজক, স্পন্সর, টেলিভিশন সম্প্রচারকারী চ্যানেলের। ভারত-পাক ম্যাচে বিজ্ঞাপন থেকেই ১৩৭ দশমিক ৫ কোটি টাকা আয়ের পরিকল্পনা করেছে সম্প্রচারকারী চ্যানেল। বৃষ্টি হলে প্রবল ক্ষতির মুখে পড়তে হবে।
প্রতিবারের মতো এবারও বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট নিয়ে চাহিদা তুঙ্গে। জানা গেছে, কিছু টিকিট সর্বোচ্চ ৬০ হাজার টাকায় ব্ল্যাকে বিক্রি হয়েছে।
একে//