বিকাশ-ইউক্যাশ ব্যালেন্স দেখতেও টাকা লাগবে
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৬:৪৮ পিএম, ১৭ জুন ২০১৯ সোমবার | আপডেট: ১০:৩৬ পিএম, ১৭ জুন ২০১৯ সোমবার
এতোদিন বিনামূল্যে মোবাইল অপারেটরগুলো ফিন্যান্সিয়াল সার্ভিস অ্যাকাউন্টের ব্যালেন্স দেখালেও এখন থেকে গ্রাহকদের কাছ থেকে টাকা নিবে। যে কোন গ্রাহকের অ্যাকাউন্ট ব্যালেন্স জানতে দিতে হবে ৪০ পয়সা। গত বৃহস্পতিবার এ-সংক্রান্ত এক নিদের্শনা জারি করা হয়েছে হলেও রোববার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
নিদের্শনাই উল্লেখ্য করা হয়েছে, মোবাইল ফাইন্যান্সিয়াল সেবার জন্য এমএফএস অপারেটররা মোবাইল অপারেটরদের নেটওয়ার্ক ব্যবহার করে। এনেটওয়ার্ক ব্যবহারের জন্যই এখন থেকে এমএফএস অপারেটদের তাদের পয়সা দিতে হবে।
এ নির্দেশনায় আরো বলা হয়, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসে প্রতিবার লেনদেন, ব্যালেন্স চেক বা স্টেটমেন্ট নেওয়াসহ নানা ধরনের কাজকে একেকটি সেশন ধরা হবে।
প্রতিটি সেশনের সময় হবে ৯০ সেকেন্ড। প্রতি ৯০ সেকেন্ডের একেকটি সেশনের জন্য মোবাইল ফোন অপারেটরদের ৮৫ পয়সা করে দিতে হবে।এছাড়া একেকটি সেশনের মধ্যে দুটি এসএমএসও থাকবে। তবে শুধু ব্যালেন্স চেক করতে গ্রাহককে সেশনের চার্জ দিতে হবে ৪০ পয়সা।