৬ হাজার রানের মালিক এখন সাকিব
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৯:২৯ পিএম, ১৭ জুন ২০১৯ সোমবার
দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ওয়ানডেতে ৬ হাজার রানের মালিক এখন সাকিব আল হাসান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৮ বলে ২৪ রানের ইনিংস খেলার পর এই কীর্তিতে নাম লেখান বিশ্ব সেরা এই অলরাউন্ডার। ৬ হাজার রানের কীর্তি গড়তে সাকিবের দরকার ছিল ২৩ রান।
ওয়ানডেতে ৬ হাজার রান করতে সাকিব খেলেন ২০১ ম্যাচ ও ১৮৯ ইনিংস। যেখানে প্রথম বাংলাদেশি হিসেবে এই কীর্তি গড়া তামিম ইকবাল এ ম্যাচের আগে ১৯৬ ম্যাচ ও ১৯৪ ইনিংসে ৬ হাজার ৬৯৫ রান করেছেন।
এ ম্যাচে ৫ হাজার ৯৭৭ রানে নামা সাকিব চলমান বিশ্বকাপে ব্যাটিংয়ে অসাধারণ পারফরম্যান্স করে যাচ্ছেন। যেখানে এ ম্যাচের আগে ২৬০ রান করে আসরে সর্বোচ্চ রানের তালিকায় পঞ্চমস্থানে রয়েছেন। তিন ম্যাচ খেলে এই বাঁহাতি একটি সেঞ্চুরি ও দুটি হাফসেঞ্চুরির দেখা পেয়েছেন।
টনটনে ক্যারিবিয়ানদের দেয়া ৩২২ রানের জবাবে ব্যাট করতে নেমে এই রিপোর্ট লেখা পযর্ন্ত ১৭ ওভারে ২ উইকেট হারিয়ে ১২১ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। ব্যাটিংয়ে রয়েছেন মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান । এর আগে সৌম্য সরকারকে (২৯) রানে ফিরিয়ে টাইগারদের উদ্বোধনী জুটি ভাঙেন আন্দ্রে রাসেল।
এনএম//আরকে