আমাদের ভুলের কারণেই হেরেছি: হোল্ডার
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১১:১৭ এএম, ১৮ জুন ২০১৯ মঙ্গলবার
ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ৩২১ রানের পাহাড় সহজেই টপকাল বাংলাদেশ। টনটনে ক্যারিবিয়ানদের রীতিমতো নাকানিচোবানি খাইয়ে ৭ উইকেটে ম্যাচ জিতে নেয় টাইগাররা।
এতো বড় রানের পাহাড় গড়েও হেরে গেছে ওয়েস্ট ইন্ডিজ। এই পরাজয়ের কোনও ব্যাখ্যা জানা নেই দলের অধিনায়ক জেসন হোল্ডারের। বলেন, আমরা আমাদের ভুলের কারণেই হেরেছি। এই পরাজয়ের কোনও ব্যাখ্যা আমার জানা নেই।
সোমবার টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। প্রথমে গেইলকে শূন্য রানে আউট করতে পারলেও রানের গতি থামাতে পারেননি বাংলাদেশি বোলাররা। শেষ পর্যন্ত ৮ উইকেট খুইয়ে ৩২১ রানের পাহাড় গড়ে ক্যারিবীয়রা। টার্গেট তাড়া করতে নেমে ৫১ বল হাতে রেখে ৭ উইকেটের দাপুটে জয়ে ইতিহাস গড়ে বাংলাদেশ।
খেলা শেষে সংবাদ সম্মেলন কক্ষে হোল্ডার বলেন, উইকেট অনেক ভালো ছিল। কিন্তু আমরা স্কোরবোর্ডে যথেষ্ট রান তুলতে পারেনি। আমরা ৪০-৫০ রান কম করেছি। তাছাড়া বোলিংয়ের পাশাপাশি ফিল্ডিংটাও ভালো করতে পারিনি।
উইন্ডিজ অধিনায়ক বলেন, প্রথম ১০ ওভার উইকেটে টিকে থাকা চ্যালেঞ্জিং ছিল। এছাড়া মিডল অর্ডারের ব্যাটসম্যানদের ফিনিশিংয়ের অভাবে স্কোর বড় হয়নি আমাদের। আমরা উইকেটও নিতে পারেনি। সেই সঙ্গে বেশি কিছু ক্যাচ মিস করেছি। আসলে এই হারের কোনও ব্যাখ্যা নেই।